চলতি কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন ইউসুফ পাঠান ও ইরফান পাঠান। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলকে লেজেন্ডস লিগের ফাইনালে তুলতে ব্যাট হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দুই ভাই। বিশেষ করে ইউসুফ প্রতিপক্ষ দলগুলির ত্রাসে পরিণত হয়েছেন। কেননা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ অফ লেজেন্ডস ২০২৪-এর টান🔥া তিনটি ম্যাচে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন সিন𒆙িয়র পাঠান।
শুক্রবার নর্দাম্পটে লেজেন্ডস লিগের সেমিফাইনালে মারকাটারি অর্ধশতরান করেন ইউসুফ ও ইর꧅ফান। ইউসুফ ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ২৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। ইউসুফ ইনিংসের ১৯তম ওভারে ব্রেট লিকে ৪টি চার ও ১টি ছক্কা মারেন। সেই ওভারে মোট ২৩ রান ওঠে।
ইরফান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪-এর সেমিফাইনালে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ১৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। যদিও হাফ-সেঞ্চুরি༒তে পৌঁছনো মাত্র𓆏ই আউট হয়ে বসেন জুনিয়র পাঠান। তিনি ১৯ বলে ৫০ রান করে সাজঘরের পথে হাঁটা লাগান। ইরফান ইনিংসের ১৮তম ওভারে ন্যাথন কুল্টার-নাইলের বলে ৪টি ছক্কা ও ১টি চার মারেন। সেই ওভারে মোট ৩১ রান ওঠে।
সুতরাং, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ইউসুফ ও ইরফান, দুই🧸 ভাই মিলে মোট (২৩+১৯) ৪২টি বল খেলেন। দু'জনে মিলে সংগ্রহ 🐻করেন সাকুল্যে (৫১+৫০) ১০১ রান। দু'জনে মিলে চার মারেন মোট (৪+৩) ৭টি এবং ছক্কা হাঁকান সাকুল্যে (৪+৫) ৯টি। ইউসুফ হাফ-সেঞ্চুরিতে পৌঁছন ২২ বলে এবং ইরফান ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ১৮ বলে। সেই নিরিখে দুই ভাই মিলে ১০০ রান তুলে ফেলেন মোটে (২২+১৮) ৪০টি বলে।
টুর্নামেন্টে এই নিয়ে টানা তিনটি ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন ইউসুফ পাঠান। এর আগে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স🐼 ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে লিগের ২টি ম্যাচে যথাক্রমে অপরাজিত ৫৪ ও ৭৮ রান সংগ্রহ করেন সিনিয়র পাঠান। টুর্নামেন্টে ইরফানের এটিই প্রথম হাফ-সেঞ্চুরি। যদিও তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে লিগের ম্যাচে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে শুরুতে ব্যাট করে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৫৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়🍨া চ্যাম্পিয়ন্স দল ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৮ রানে আটকে যায়। ৮৬ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স।