বিধানসভা নির্বাচনের আগে ধস নামল রাজস্থান কংগ্রেসে। বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের বহু নেতা। কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী রাম গোপাল বℱৈরওয়া, প্রাক্তন বিধায়ক অশোক তানওয়ার সহ আরও অনেক কংগ্রেস নেতা বিজেপিতে যোগদান করলেন। এর ফলে স্বাভাবিকভাবে নির্বাচনের আগে ধাক্কা খেল রাজস্থানের কংগ্রেস। জয়পুরে রাজ্য বিজেপির কার্যালয়ে দলের রাজ্য সভাপতি সিপি জোশী এবং সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোরের উপস্থিতিতে তাঁরা বিজেপিতে যোগ দেন।
আরও পড়ুন: ৫০ বছরে ৩০ বার হেꦗরেছেন, তবু ভোটে দাঁড়ান এই মনরেগা শ্রমিক, কী কারণে?
এদিন পদ্ম শিবিরের যোগ দেওয়ার পরে তাঁদের স্বাগত জানান বিজেপি নেতারা। সিপি জোশী স্বাগত জানিয়ে বলেন, ‘এবার আমরা রাজস্থানকে কংগ্রেস মুক্ত করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিতে বিশ্বাস রাখার জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ প্রসঙ্গত, হরিয়ানা কংগ্রেসের প্রধান ছিলেন তানওয়ার। ২০১৯ সালে তিনি কংগ্রেস ছেড়ে দেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিজের দল ‘আপনা ভারত মোর্চা’ তৈরি করেছিলেন। এরপর তিনি ২০২১ সালের নভেম্বরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। গত চার বছর ধরে তিনি লাগাতার দল পরিবর্তন করে আসছেন। রাহুল গান্ধী কংগ্রেসের যুব নেতা থাকার সময় তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তানওয়ার। ২০০৯ সালে তিনি কংগ্রেস প্রার্থী হিসাবে হরিয়ানার সিরসাไ থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন। যদিও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি হেরেছিলেন। এছাড়াও, দৌসায় কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিনোদ শর্মাও ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।