বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরেছে আওয়ামি লিগ। প্রধানমন্ত্রীর পদে বসছেন শেখ হাসিনা। এই বিপুল জয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। চতুর্থবারের জন্য় সংসদ নির্বাচনে বিপুল জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। বাংলাদেশের মানুষকেও আমার শুভেচ্ছা জানিয়েছি সফলভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। বাংলাদেশের সঙ্গে আমাদের সাধারণ মানুষ কেন্দ্রীক যে সম্পর্ক সেটা আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর।ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই বেশ ভালো। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতবাসীর আগ্রহ কম কিছু নয়। সীমান্তের এপার আর ওপার। ভাষা, সংস্কৃতি বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের অনেকটাই মিল রয়েছে। আবার বাংলাদেশের সঙ্গে এপার বাংলার বাঙালিদের একাংশের আবার শিকড়ের টানও রয়েছে। এবার বাংলাদেশের ভোটের ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামি লিগ জিতেছে ২২২টি আসন। জাতীয় পার্টির ঝুলিতে ১১টি আসন এসেছে। নির্দল প্রার্থীদের ঝুলিতে গিয়েছে ৬২টি আসন। অন্যান্যরা তিনটি আসন জিতেছে।তবে এবার প্রধান বিরোধী দল বিএনপি ভোটে অংশ নেয়নি।নির্বাচন জয়ের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, ‘কোনও দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেটার অর্থ এই নয় যে দেশে গণতন্ত্র নেই। মানুষ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে কিনা, সেটা বিবেচনা করতে হবে। যে দলের (বিএনপি) কথা বলছেন, সেই দল আগুন জ্বালায়। মানুষকে হত্যা করে। কয়েকদিন আগে ট্রেনে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে। এটা কি গণতন্ত্র? এটা সন্ত্রাসী কার্যকলাপ।’এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের সভাপতি শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৪৯৬ ভোটে জিতেছেন। শুধু সেটাই নয়, ওই কেন্দ্রে যতজন ভোটার আছেন, তাঁদের ৮৬ শতাংশের ভোট পেয়েছেন। নিকটতম প্রার্থীর থেকে ৫৩০ গুণ বেশি ভোট পেয়েছেন হাসিনা।রবিবার গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম জানিয়েছিলেন, গোপালগঞ্জ-৩ আসন থেকে হাসিনা পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন লস্কর ৪৬৯টি ভোট পেয়েছেন। অর্থাৎ হাসিনার জয়ের ব্যবধান হল ২ লাখ ৪৯ হাজার ৪৯৬ ভোট। নিজামউদ্দিনের থেকে ৫৩৩ গুণ বেশি ভোট পেয়েছেন হাসিনা।