আজ ভোট গ্রহণ চলছে ১০৮ টি পুরসভায়। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তি খবর পাওয়া যাচ্ছে। একাধিক বুথে ছাপ্পা ভোটের অভিযোগে তুলেছে বিরোধীরা। সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখারও অভিযোগ উঠেছে বিভিন্ন বুথে। এবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের গড় খরগপুর পুরসভা মোবাইলের মাধ্যমে বুথে ভোটারদের ওপর নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ তুললেন বিজেপি নেতা তথা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ তুলেছেন, কে কাকে ভোট দিচ্ছে তা সবই মোবাইলের মাধ্যমে নজরদারি চালাচ্ছে তৃণমূল। খড়্গপুরের ৮ টি বুথে এভাবে মোবাইলে নজরদারি চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ তুলেছেন। তার প্রশ্ন, বুথের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ থাকা সত্ত্বেও কীভাবে কে কাকে ভোট দিচ্ছে তা মোবাইলের মাধ্যমে ছবি তুলে বাইরে পাঠানো হচ্ছে? প্রসঙ্গত, খড়্গপুরে পুরভোটে বহিরাগতদের নিয়ে এসে অশান্তি ছড়ানো হতে পরে বলে আশঙ্কা করেছিলেন দীলিপ ঘোষ।অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার রানিয়া এফপি স্কুলের ৬ টি বুথে বেশিরভাগ ক্যামেরার মুখ উপর দিকে করে রাখার পাশাপশি অন্যদিকে ঘোরানোর অভিযোগ তুলেছে বিজেপি। যদিও হিরণের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তৃণমূলের পাল্টা অভিযোগ, প্রচার পাওয়ার জন্য এখন এসব মিথ্যা কথা বলছেন বিজেপি প্রার্থী। তারা ভাল মতো জানেন যে তারা এবার ভোটে জিততে পারবেন না। তাই তারা এসব করছে।