দিন কয়েকের নিরবতার পর ফের আইপ্যাক নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যার জেরে তৃণমূলের অন্দরে নতুন করে কোন্দলের আশঙ্কা তৈরি হয়েছে। রবিবার ভোটপ্রচারে বেরিয়ে আইপ্যাককে রীতিমতো দালাল বলে কটাক্ষ করেন তিনি।রবিবার পুরভোটের প্রচারে বেরিয়ে শ্রীরামপুরের সাংসদ ফের একবার আইপ্যাককে এক হাত নেন। বলেন, ‘দালালি করার সময় অনেককেই পাওয়া যায়। এখন আইপ্যাক কোথায় গেল? কাজের সময় তো তাদের দেখি না। আমরাই হেঁটে হেঁটে প্রচার করছি। হাতে কাগজ গুঁজে যারা প্রার্থী সুপারিশ করেছিল তাদের তো দেখতে পাচ্ছি না।’গত জানুয়ারি থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন কল্যাণবাবু। যার জেরে তাঁকে সতর্ক করে দল। প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করতে বারণ করেন পার্থ চট্টোপাধ্যায়। তার পর থেকে চুপচাপই ছিলেন নামকরা এই আইনজীবী। কিন্তু আইনজীবীর মুখ কতদিনই বা বন্ধ থাকে?এদিন কল্যাণবাবুর মন্তব্য নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুরভোটের প্রার্থীতালিকা প্রকাশ কাণ্ডের পর যে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক তলানিতে তা একপ্রকার সর্বজনবিদিত। তৃণমূলের পুরনো নেতাদের দাবি, অভিষেককে বড় নেতা প্রমাণ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের রাশ কেড়ে নিচ্ছে আইপ্যাক। যা কোনও ভাবেই বরদাস্ত করবে না নেতৃত্ব। বলে রাখি, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূলের সঙ্গে আইপ্যাকের চুক্তির নেপথ্যে ছিলেন অভিষেকই।