শনিবার পঞ্চায়েত নির্বাচনে বহু বুথে ব্যালট পেপার ও বাক্স চুরি, ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। 𓄧তারপরেই সেই সমস্ত বুথগুলিতে আজ সোমবার পুনর্নির্বাচন হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এদিন কমবেশি সমস্ত বুথেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, তা সত্ত্বেও পুনর্নির্বাচনে ꦇছাপ্পা ভোটের অভিযোগ উঠল। চোখের কোনও সমস্যা নেই। অথচ এক মহিলাকে দৃষ্টিহীন সাজিয়ে জোর করে ভোটদানের অভিযোগ উঠল। পুনর্নির্বাচনের দিনেও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের সালারের প্রসাদপুর গ্রামে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বুথ চত্বরে।
আরও পড়ুন: পঞ্চ🎶ায়েত হিংসায় হতাহতদের নিয়🐈ে রাজ্যকে বড় নির্দেশ হাই কোর্টের
স্থানীয়দের অভিযোগ, কলকাতা হাইকোর্টের নির্দেশিকাকে অমান্য করে ওই💙 বুথের ভিতরে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। ফলে সেখানে দেদার চলছে ছাপ্পা ভোট। গ্রামেরই এক মহিলাকে দৃষ্টিহীন সাজিয়ে ভোট দিয়ে নেয় তৃণমূল কর্মীরা।ꦐ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিরোধীরা এর তীব্র প্রতিবাদ জানায়। স্থানীয়দের আরও অভিযোগ, পুনর্নির্বাচনের আগের রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের হুমকি দিয়েছে। তাদের অভিযোগ, রবিবার রাতে এবং সোমবার সকালে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিয়ে এসেছে। এমনকী ভাঙচুরও চালিয়েছে। তাদের হুঁশিয়ারি, তৃণমূলকে ভোট না দিলে খুন করে দেওয়া হবে। এই হুমকির জেরে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ফলে এদিন পুনর্নির্বাচনে সকাল থেকে খুব বেশি ভোটারকে দেখা যায়নি। সকাল ১১ টার পরেও বুথে হাতে গোনা কয়েকজন ভোটারকে দেখা যায়।