ফের রাজ্য♔ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া 𒁏গেল ভোট দেওয়া ব্যালট। হাওড়ার বালি ও পুরুল্যার সাতুড়ির পর এবার সিপিএম প্রার্থীকে ভোট দেওয়া ব্যালট উদ্ধার হল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। ৩ ভোটে হারা সিপিএম প্রার্থীর ১৫টি ব্যালট পাওয়া গেল গণনাকেন্দ্রের পাশের ঝোপে। এর পর মারিয়া বিবি শেখ নামে ওই সিপিএম প্রার্থীর দাবি, আমাকেই জয়ী ঘোষণা করতে হবে।
পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পূর্বস🅷্থলী গ্রাম পঞ্চায়েতের নীলমণি ব্রহ্মচারী ইন্সটিউশন ভোটকেন্দ্রের ২২৮ নম্বর বুথে সিপিএম প্রার্থী হিসাবে ভোটে লড়েন মারিয়া বিবি শেষ। গত ১১ জুলাই ভোটগণনার দিন তাঁকে জানানো হয়, ৩ ভোটে পরাজিত হয়েছেন তিনি। যদিও সেদিন ১৯টি ব্যালটের খোঁজ পাওয়া যায়নি। সেকথা জানালেও কেউ কর্ণপাত করেনি বলে অভিযোগ প্রার্থী ও তাঁর স্বামীর।
ঘটনার ৩ দিন পর পূর্বস্থলী কিশান মান্ডির ভোটগণনা কেন্দ্রের পাশে ম🥀ারিয়া বিবি শেখের নামে ছাপ দেওয়া ১৫টি ব্যালট উদ্ধার হয়। প্রতিটি ব্যালটে রয়েছে প্রিসাইডিং অফিসারের স্বাক্𝐆ষর। এর পরই অভিযোগ উঠেছে, কারচুপি করে হারানো হয়েছে সিপিআইএম প্রার্থীকে।
এদিন সিপিএম প্রার্থী মারিয়া বিবি শেখ বলেন, ‘গণনার দিন ১৯টি ব্যালটের খোঁজ পাওয়া যায়নি। আমি ও আমার স্বামী তার প্রতিবাদ করলেও কেউ ক♒র্ণপাত করেনি। সেদিন আমাকে জানানো হয় আমি ৩ ভোটে হেরেছি। আজ আমার নাম𓂃ে ছাপ দেওয়া ১৫টা ব্যালট ঝোপ থেকে উদ্ধার হয়েছে। এবার আমাকে ১২ ভোটে জয়ী বলে ঘোষণা করা হোক।’
এলাকಞার প্রাক্তন সিপিআইএম বিধায়ক প্রদীপ সাহা বলেন, ‘আমাদের প্রার্থীকে কারচুপি করে হারানো হয়েছে। আমরা কমিশনে অভিযোগ জানাব। আমাদের প্রার্থীকে জয়ী ঘোষণা করতে হবে।’