ভুল করে থাকলে তৃণমূল কর্মীরা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো আর করেননি। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। ১০ বছর পঞ্চায়েতে একচ্ছত্র দখল রাখার পর এই ভাষাতেই ভোট চাইতে দেখা গেল ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুলকে। ভাঙড়ের বামনঘাটায় এক নির্বাচনী সভায় হাত জোড় করে তিনি বলেন, তৃণমূল কর্মীরা যদি কোনও ভুল করে থাকেন, ক্ষমা করে দিন।এদিন হাকিমুল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের কাছে কোনও ভুল করেনি। যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের কাছে কোনও ভুল করে থাকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে নিজেরা ভুল স্বীকার করছি। আপনারা আমাদের ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আমাদের ভুল থাকলে আপনারা ক্ষমা করে দিন। আগামী ৫ বছরের জন্য ঋণ হিসাবে আপনাদের ভোট চাইছি। আপনাদের এলাকার উন্নয়ন নিশ্চিত করব এটা অঙ্গীকার করছি। যদি আপনাদের এলাকার উন্নয়ন না করতে পারি, পরের বার আপনাদের কাছে ভোট চাইতে আসব না। এটা আপনাদের কাছে কথা দিয়ে গেলাম’।হাকিমুলের বক্তব্যে তৃণমূলকে আক্রমণ করছে বিরোধীরা। তাদের দাবি, এক কথায় আরাবুল ইসলামের ছেলে মেনে নিয়েছেন ১০ বছর পঞ্চায়েতে একচ্ছত্রভাবে ‘রাজ’ করলেও এলাকার উন্নয়ন করতে পারেনি তৃণমূল। যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাদের ভোট ধার চাইতে হয়েছে।বিজেপির দাবি, মানুষ তৃণমূলকে ভোট দিয়ে দেখে নিয়েছে। এবার তাদের সামনে একাধিক বিকল্প রয়েছে। ফলে তৃতীয়বার আর সেই ভুল করবে না তারা। তাই তৃণমূল নেতাদের ভোটারদের হাতে পায়ে ধরতে হচ্ছে।