রাজ্যপাল সিভি আনন্দ বোস আগেই বলেছিলেন, আর কথা নয়। এবার অ্য়াকশন হবে। কথা রাখলেন তিনি। ভাঙড় থেকে ক্য়ানিং হিংসা কবলিত এলাকায় ঘুরে বে🌄ড়াচ্ছিলেন। এবার একেবারে রাজভবনে খোলা হল কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টার জন্য় এই কন্ট্রোল রুম খোলা থাকছে। পঞ্চায়েত ভোট সংক্রান্ত ব্যাপারে কোনও অভিযোগ থাকলে এখানে অভিযোগ জানাতে পারবে🐻ন। সেই অভিযোগ সম্পর্কে রাজ্য নির্বাচন কমিশনকে, রাজ্যকে অবহিত করবে রাজভবন।
ইমেল করে এখানে অভিযোগ জানানো যাবে। এই ইমেল আইডিতে আপনি মেল করে অভিযোগ জানাতে পারবেন। এখানে মেইল করার পরে তা কমিশনকে জানাবে রাজভবন। এক্ষেত্রে হিংসা সংক্রান্ত অভিযোগও জানানো যাবে। এদিকে সূত্রের খবর, ইতিমধ্য়েই এখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সে꧒খানে ইমেল আসতে শুরু করে꧋ছে।
অন্যদিকে রাজ্যপাল রবিবার মুর্শিদাবাদ যেতে পারেন বলে সূত্রের খবর। সব মিলিয়ে একেবারে কড়া অবস্থান রাজভবনের। হিংসা রোধ করে মানুষ যাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন রাজ্যপাল। আর রাতেই খবর মিলল কন☂্ট্রোল রুম খোলা হচ্ছে। রাজভবনের সঙ্গে যোগ থাকবে কন্ট্রোল রুম♌ের। সেখান থেকে অভিযোগ কমিশনকে ও রাজ্যকে জানানো হবে।
তবে শুধু🏅 মেল করে নয়, ফোন করেও অভিযোগ জানাতে পারবেন। ফোন নম্বরটি হল, 03322001641-এই নম্বরে ফোন করে আপনি অভিযোগ জানাতে পারবেন। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুমে অভিযোগ জানানো যেতে পারে।
এদিকে এদিনই ক্যানিংয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জানিয়েছিলেন, যে সব এলাকায় হিংসার ঘটনা হয়েছে তার দু একটা পকেটে ঘুরে দেখেছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। যাঁরা হি🔯ংসার ঘটনায় আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের সঙ্গেও কথা বলেছি। যে পুলিশ আধিকারিকরা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। যা দেখলাম তাতে স্তম্ভিত। এই ধরণের হিংসার ও গুন্ডামির ঘটনা কীভাবে চলতে পারে।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমি সংবিধানের প্রতি দায়বদ্ধ। কোথাও মানুষ আক্রান্ত হলে আমাকে হস্তক্ষেপ করতেই হবে। ভয়হীনভাবে যাতে বাংলার মানুষ ভোট দিতে পারেন তার🌺 ব্যবস্থা করব। জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আর রাতেই খবর এল খোলা হচ্ছে কন্ট্রোল রুম। তবে এনিয়ে তীব্র কটাক্ষ করছে তৃণমূল। তাদের দাবি এভাবে কন্ট্রোল রুম খুলতে পারেন না রাজ্যপাল। তবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতৃত্ব সহ বিরোধীরা🐲।