এগরা বিস্ফোরণকাণ্ডের অকুস্থল খাদিকুল গ্রামে তৃণমূলের আধিপত্য শেষ করে জয়ী হলেন বিজেপি প্রার্থী। মঙ্গলবার ভোটগণনা শেষ হলে দেখা যায় ওড়িশা সীমানা লাগোয়া পশ্চিম মেদিনীপুরের এই গ্রামে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী পুষ্পলতা সাউ।গত ১৬ মে এগরা থানা এলাকার খাদিকুল গ্রামে একটি অবৈধ বাজি কারখানায় বিকট বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২। এর মধ্যে রয়েছেন কারখানার মালিক তথা তৃণমূল নেতা ভানু বাগও। তার পর থেকেই শাসকদলের বিরুদ্ধে ক্ষোভে ফুটছিল গোটা খাদিকুল। গ্রামবাসীদের অভিযোগ ছিল, তাঁদের আপত্তি সত্বেও প্রশাসনের মদতে দিনের পর দিন অবৈধ বাজি কারখানা চালিয়ে আসছে ভানু। এমনকী এর আগে একাধিকবার ভানুর বাজি কারখানায় বিস্ফোরণ ও তার জেরে প্রাণহানিও হয়েছে বলে জানান তাঁরা।পঞ্চায়েত নির্বাচনে খাদিকুল গ্রামের আসনটি ছিল মহিলাদের জন্য সংরক্ষিত। সেখানে ২ বারের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাসকে টিকিট দিয়েছিল তৃণমূল। পালটা পুষ্পলতা সাউকে ভোটের ময়দানে নামায় বিজেপি। মঙ্গলবার ভোটগণনা শেষ হলে জানা যায় বিজেপি প্রার্থীর কাছে ৮২ ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী।