একদফায় পঞ্চায়েত নির্বাচন মিটতেই তড়িঘড়ি নয়⛄াদিল্লি পাড়ি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাওয়ার আগে তিনি বলেছিলেন, মুক্ত বাতাসে শ্বাস নিতে নয়াদিল্লি যাচ্ছেন। যেখানে দেখা গিয়েছে সব থেকে দূষিত বাতাস। এমনকী সেটা উঠে আসে কেন্দ্রীয় সরকারের সমীক্ষায়। আজ, সোমবার ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। যদিও রক্তস্নাত পঞ্চায়েত নির্বাচনে পরপর মৃত্যু হয়েছে বলে দাবি বিরোধীদের। সেখানে আজ সন্ধ্যায় অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বলে খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।
এদিকে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন রাজ্যপাল। সেই রিপোর্ট অমিত শাহের হাতে তুলে দেবেন বলে সূত্রের খবর। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের উদ্দেশে বলেছিলেন, দ্রুত ফ্লাইট বুক করে দিল্লি যাওয়া উচিত। রাজ্যপালের তড়িঘড়ি সফর দেখে অনেকে মনে করছেন, শুভেন্দু অধিকারীর কথাই পালন 💯করলেন তিনি। রাজ্যপাল নয়াদিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে বলেছিলেন, ‘আমি তাজা বাতাস নিতে যাচ্ছি।’ আসলে তা বলা কথাটা ছিল, হিংসা এবং বোমা–বন্দুকে বাংলার বাতাস দূষিত হয়ে পড়েছে।
অন্যদিকে আজ, সোমবার ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। আজ সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাজ্যে পুনর্নির্বাচন শুরু হয়েছে ৬৯৬টি বুথে। এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের একাধিক জেলায় হিংসার ঘটনা ঘটেছে বলে বিরোধীদের অভিযোগ। তাতে প্রাণ হারায় অন্তত ১৮ জনের। এই বিষয়ে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল পশ্চিমবঙ্গে হাল–হকিকত তুলে ধরবেন বলেই জানা যাচ্ছে। যদিও এবারের পঞ্চায়𒉰েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসেরই বেশি কর্মী–সমর্থক মারা গিয়েছে। সেখানে 🐈রাজ্যপালের বক্তব্য ছিল, ‘ভোট বুলেটে নয়, ব্যালটে হওয়া উচিত। একজন রাজ্যপালের যা করণীয়, তাই করব’।
আরও পড়ুন: ‘স্🍌বরাষ্ট্রমন্ত্রীর হাত রক্তে রাঙা হয়ে উঠেছে’, ব💎িএসএফের গুলি চালানো নিয়ে সরব তৃণমূল
আর কী জানা যাচ্ছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাটা বেশ তাৎপর্যপূর্ণ।💮 কারণ বিরোধীরা এখন রাজ্যে ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা প্রয়োগের দাবি তুলেছেন। সুকান্ত মজুমদার চিঠি লিখেছেন এই মর্মে অমিত শাহকে। প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে, ‘আমি ৩৫৬ চাই না। আমি ৩৫৫ চাই। ওদের হাত থেকে পুলিশটা তুলে নিক। তারপর দেখব কে বাঁচায়।’ সুতরাং রাজ্যপাল সেখানে গিয়ে রাষ্ট্রপতির কাছে কি চাইবেন সেটা এখনই বলা দুষ্কর। তবে রাজ্যপালের নয়াদিল্লি সফর নিয়ে আজ জিজ্ঞাসা করা হয়েছিল বিরোধী দলনেতাকে। তিনি সংবাদমাধ্যমে ব🉐লেন, ‘মানুষ ফল দেখতে চায়।’