পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর গতত ২৪ দিনে রাজ্যে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ গিয়েছে ১৫ জনের। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন রাজ্যপাল। অথচ রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্যর দাবি, রাজ্𓃲যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেই রয়েছে। মঙ্গলবার দুপুরে রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেন তিনি।
এদিন মনোজ মালব্য বলেন, ‘বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি ছাড়া রাজ্যে আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ওপর মহল থেকে নির্দেশ রয়েছে যে ক♊োনও গন্ডগোলে কড়া পদক্ষেপ করতে হবꦕে। অভিযুক্তদের হেফাজতে নিতে হবে। আমরা সেই গাইডলাইন মেনে কাজ করছি।’
মনোজ মালব্যের মন্তব্যকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিꦜকারী। তিনি বলেন, ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তম কুমার বলে। একজন ডিজির কোনও ভূমিকা আমরা দেখতে পাই না। এই ধরণের মেরু♈দণ্ডহীন সরীসৃপ জাতীয় প্রাণী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য। তার মুখ থেকে এর থেকে ভালো কথা বেরোতে পারে না।
বলে রাখি, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যে জেলায় জেলায় বেলাগাম রাজনৈতিক সন্ত্রাস চলছে। এব্যাপারে তৃণমূল এগিয়ে থাকলেও বাকিরাও একেবারে কম যায় না। আর এখনো পর্যন্ত এই সন্ত্রাসে প্রাণ গিয়েছে♎ ১৫ জনের।