জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ১৭/১৫৫ নম্বর বুথ থেকে এবারের পঞ্চায়েত ভোটജের অন্যতম আকর্ষণ ছিল একই পরিবারের তিন বউ। যাঁরা আবার সম্পর্কে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর মামী। পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পরতেই এই তিন পঞ্চায়েত ভোট প্রার্থী আলোচনার কেন্দ্রতে উঠে এসেছে ছিলেন। মঙ্গলবার ফলপ্রকাশ হতেই শেষ হাসি হাসলেন সেই মমি যিনি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন। ফোন করে জয়ের জন্য মামীকে শুভেচ্ছা জানিয়েছে মিমি চক্রবর্তী।
(পড়তে পারেন। WB Panchayat Election 💛Result 2023 Live: চা না পেয়ে খয়রোশোলে বিক্ষোভ ভোটকর্মীদে🐎র, অভিযোগ খাবার নিয়েও)
সম্পর্কে জা হলেও ভিন্ন ভিন্ন দলের 𓂃হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন একই পরিবারের তিন বউ। নিজের মতো করে তৈরি করেছিলেন রণক🐻ৌশল। এই জয়ের পর প্রার্থী পুনম চক্রবর্তী জানাচ্ছেন, ভোটের ময়দানের বৈরিতা পরিবারে প্রবেশ করতে দেননি তাঁরা। তাই কেউ একজন জিতলেও জয় এসেছে পরিবারে।
পুনমের কথায়, 'ভোটর লড়াই ভো☂টের জায়গায় সম্পর্ক সম্পর্কের জায়গায়। আমরা জায়েরা ভোটে পরস্পরের বিরুদ্ধে লড়াই করলেও শেষ পরജ্যন্ত জয় আমাদের পরিবারের এসেছে।' জয়ের খবর পেয়ে মিমি চক্রবর্তী ফোন করেছিলেন কিনা তা জানতে চাওয়া হলে পুনম বলেন,'হ্যাঁ, আমাকে সকাইলেই ফোন করেছিল। জেতার জন্য শুভেচ্ছা জানাল। বলল মামি এবার পাড়ার জন্য ভাল কাজ করতে হবে।' তাঁর সংযোজন,' এলাকায় যে কাজগুলি হয়নি সেগুলি শেষ করার চেষ্টা করব। '