🤪 তৃণমূলে নব জোয়ার কর্মসূচি কাকদ্বীপে শেষ হবে। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আজ, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারের শেষদিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একমঞ্চে থাকবেন। যা পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বেশ তাৎপর্যপূর্ণ। এখান থেকেই সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের নতুন বার্তা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। এই নবজোয়ারের শেষ সভা হবে আগামী শনিবার কাকদ্বীপে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একদিন আগে অর্থাৎ শুক্রবার ডায়মন্ডহারবারে পৌঁছে যাবেন বলে খবর।
𓂃এদিকে পরে শুরু করে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজে বিরোধীদের ইতিমধ্যেই টেক্কা দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন ডায়মন্ডহারবারে। আর সেখানেই তিনি রাতে থাকবেন। তবে সংগঠনের কোনও কাজ খতিয়ে দেখবেন কিনা সেটা জানা যায়নি। তবে পরের দিন, শনিবার কাকদ্বীপে নবজোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তিনিই প্রধান বক্তা। আর সেদিনই কাজ সেরে কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বার্তা দেবেন তিনি।
অন্যদিকে গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু হয়েছিল। 🥃তারপর একে একে রাজ্যের সব জেলায় তিনি জনসংযোগ থেকে রোড–শো এবং জনসভা করেছেন অভিষেক।👍 মানুষের ঘরে গিয়ে সমস্যার কথা শুনেছেন। আর তৈরি করেছেন স্বচ্ছ প্রার্থী তালিকা। যার উপর ভিত্তি করে চলছে মনোনয়ন–পর্ব। সুতরাং পরিকল্পনা করে পঞ্চায়েত নির্বাচনে ঘুঁটি সাজিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঝে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ায় এই কর্মসূচিতে ব্যালট পেপারে প্রার্থী বাছাই বন্ধ করে দিতে হয়। এখন তিনি দক্ষিণ ২৪ পরগনায় আছেন। সেখানে চলছে জনসংযোগ যাত্রা।
✃আর কী জানা যাচ্ছে? মালদায় একমঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার আবার কাকদ্বীপে দেখা যাবে দুই শীর্ষ নেতৃত্বকে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তাঁরা দু’জন কি বলেন তা শুনতে অপেক্ষায় রয়েছেন গ্রামবাংলার মানুষজন।গত দু’মাস ধরে প্রত্যেকটি জেলায় ঘুরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শেষ পর্যায়েআগামী ১৬ জুন কাকদ্বীপে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়একসঙ্গে সমাপ্তি সভা করে বিরোধীদের অভিযোগের জবাব দেবেন তাঁরা বলে সূত্রের খবর।