পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসার অভিযোগ জানতে এবং তাতে হস্তক্ষেপ করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্প্রতি পিস রুম খুলেছেন। সেটি একটি হেল্পলাইন নম্বর। যেখানে গ্রামবাংলার মানুষজন হিংসার খবর, আক্রান্ত হওয়ার খবর পৌঁছে দিতে পারবেন। এই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কিন্তু মানুষ বিপদে পড়লে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ করবেন কেমন করে? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়েছে। সেখানে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে বলে খবর। এবার বিপদে পড়লে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগাযো🍌গ করার নম্বর নিয়ে আসা হচ্ছে।
এবার নতুন ধাঁচে ভাবা হয়েছে। সেটা হল কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের নম্বর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিডিও, এসডিও অফিসে ছড়িয়ে দেওয়া হবে। সেই নম্বরে কেউ যদি ভোট দিতে না পেরে বা বাধা পেয়ে ফোন করে তাহলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সংশ্লিষ্ট লোকেশনে পৌঁছে তাঁকে সাহায্য করবে। এই কারণে কেন্দ্রীয় বাহিনীর ২২ কোম্পানির কমান্ড অফিসারদের ফোন নম্বর প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিশেষ কর💛ে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ঠিক কী বলছেন বিরোধী দলনেতা? কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোনও হিংসার ঘটনা ঘটলে সেটার দায় বাহিনীর উপরেই বর্তাবে। তাই ফোন করলেই অভিযোগ শুনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন তাঁরা। ২২ কোম্পানির কমান্ড অফিসারদের নাম–ফোন নম্বর প্র😼ক🎐াশ করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের সঙ্গে 📖জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ সবাই যোগাযোগ করতে পারবেন। প্রার্থী থেকে ভোটার—সবাই যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘সাধারণ মানুষ থেকে প্রার্থী আক্রান্ত হলেই বা বাধা পেলেই অভিযোগ জানাতে পারবেন। আদালতের নির্দেশ কোনওভাবে লঙ্ঘন হলে আমি আ⛎বার আদালতে গিয়ে হাজির হবো।’