পশ্চিমবঙ্গের মোট ৬৯৬টি বুথে পুনর্নিবার্চন হতে চ😼লেছে। রবিবার রাতের দিকে রাজ্য নির্বচন কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার ওই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দিতে পারবেন মানুষ। কমিশনের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদে সর্বাধিক ১৭৫টি বুথে পুনর্নির্বাচন হবে। তালিকায় দুই নম্বরে আছে মালদা। সেখানে পুনরায় ১০৯টি বুথে ভোটগ্রহণ হবে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলা থেকে সংসদ, সেই জেলায় ৩৬টি বুথে পুনর্নির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর 'গড়' পূর্ব মেদিনীপুরের ৩১টি বুথে পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন।
আরও পড়ুন: WB Panchayat election Latest News: মুক্ত বাতাসে শ্বাস নিতে দিল্লি যাচ্ছি, বলে বিমানে উঠলেন রাজ্যপা💯ল
শনিবার পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ছবি ধরা পড়েছে। স্রেফ ভোটের দিনেই কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। স𝄹েইসঙ্গে বিভিন্ন প্রান্তে ছাপ্পার অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে রাজ্যের ৬৯৭টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করা হয়েছে। ভোটের দিন যে মুর্শিদাবাদে সর্বাধিক চারজনের মৃত্যু হয়েছে, সেই জেলায় সর্বাধিক বুথে ফের ভোট হবে। আবার শনিবার তিনজনের মৃত্যুর সাক্ষী থাকা জেলা মালদায় ১০৯টি বুথে পুনর্নির্বাচন হবে বলে জানানো হয়েছে। সার্বিকভাবে ৬১,৬৩৬𝓀 বুথের মধ্যে ৬৯৬টি বুথে ফের ভোটগ্রহণ হবে। সূত্রের খবর, সোমবার সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে।