গ্রামবাংলা কার? এই প্রশ্নের নিষ্পত্তি করতে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের গণনা। এই আবহে বালি নিশ্চিন্দা দুর্গাপুর পল্লীমঙ্গল হাইস্কুলে বিজেপি এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল। বিজেপির মহিলা এজেন্টের জামাকাপড় ছিড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। আবার বিজেপি গাইঘাটার গণনা কেন্দ্রে ঝামেলা করলে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আজ, মঙ্গলবার সকালে নানা গণনাকেন্দ্রে শুরু হয় ভোটগণনা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। রাজ্যের ২২টি জেলার গ্রামীণ মানুষজনের মতামত ব্যালট বাক্সে বন্দি। সেগুলি রয়েছে ৭৬৭টি স্ট্রংরুমে। রাজ্যের বিভিন্ন জেল🐬ার মোট ৩৩৯টি ভোট গ🔜ণনাকেন্দ্রে সেই ব্যালট বাক্স খোলা শুরু হয়েছে।
এদিকে মুর্শিদবাদের হরিপরপাড়ায় গণনাকেন্দ্রে আসার পথে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও তাঁর স্বামীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। গাড়ি ভাঙচুর করা হয়েছে তাঁদের বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত হন হরিহরপাড়ার গোবিন্দপুরের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মামনি বিবি এবং তাঁর স্বামী মহিবুল মণ্ডল। সিপিএম এই কাজ করেছে বলে অভিযোগ। ভোট গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। গণনাকেন্দ্রের ধারেকাছে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। প্রত্যেক কেন্দ্রে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ৩৩৯টি কেন্দ্রে গণন🅷ার প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা করা হচ্ছে।
অন্যদিকে জাঙ্গীপাড়ায় সকাল থেকেই উত্তেজনা দেখা দিয়েছে। ডিএন হাইস্কুলের গণনা কেন্দ্র থেকে সিপিএম এবং আইএসএফের কাউন্টিং এজেন্টদের মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ফুরফুরা পঞ্চায়েতের প্রাক্꧒তন প্রধান এবার জেলা পরিষদের প্রার্থী শামিম আহমেদের ব💞িরুদ্ধে অভিযোগ উঠেছে। বর্ধমান ১ নম্বর ব্লকে বিদ্যাসাগর উচ্চবিদ্যালয়ে ভোট গণনা কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছে। সিপিএম ও বিজেপি এজেন্ট এবং প্রার্থীদের কার্ড ছিঁড়ে ফেলে বের করে দিল কাউন্টিং রুম থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে অভিযোগ উঠেছে। তবে গণনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাজ্য নির্বাচন কমিশন। ১৪৪ ধারা জারি রাখা হয়েছে ভোট গণনাকেন্দ্রে। এমনকী গণনাকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরার নজরদারি। এক কোম্পানি আধাসেনা জওয়ানদের নিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলির পাহারায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।
আরও পড়ুন: ক্র্যাশ করল🌠 রা🦩জ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট, পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে
আর কী জানা যাচ্ছে? নিশ্চিন্দার গণনা কেন্দ্রে বিজেপির কাউন্টিং এজেন্টকে এবং প্রার্থীকে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। বিজেপির মহিলা প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শ্লীলতাহানির সঙ্গে জামা ছিঁড়ে দেবারও অভিযোগ উঠল। ৩৩৯টি ভোটগণনা কেন্দ্রে স্ট্রংরুমের সংখ্যা ৭৬৭। গণনাকক্ষের সংখ্যা ৩,৫৯৪। গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষণা করবেন কাউন্টিং অফিসার। ♎পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ফল ঘোষণা করবেন বিডিও। প্রতিটি গণনাকেন্দ্রে একজন করে অফিসার আছেন।