গতকাল কর্ণাটক বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ করা হয়। অনায়াসেই এই রাজ্য দখল করে নেয় হাত শিবির। তবে গভীর রাত পর্যন্ত টানটান উত্তেজনা ছিল একটি আসন ঘিরে। দক্ষিণ বেঙ্গালুরুর জয়ানগর আসনে গতকাল চারবার ভোট গণনা হয়েছে। প্রথম তিনবারই গণনায় এগিয়ে থেকেছেন কংগ্রেস প্রার্থী। তবে সর্বশেষ গণনায় ১৬ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী। এরপরই ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। এরপরইℱ গণনা কেন্দ্রের মধ্যেই কাঁদতে শুরু করেন কংগ্রেস প্রার্থী। চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার নিজে সেখানে যান। তিনি অভিযোগ করেন ভোটগণনার দায়িত্বে থাকা আধিকারিকরা কারচুপি করেছেন।
উল্লেখ্য, বেঙ্গালুরুর জয়ানগর কেন্দ্র থেকে কংগ্রেস প্🍸রার্থী হয়েছিলেন সৌম্য রেড্ডি। তৃতীয়বারের ভোটগণনার পরও তিনি ১৬০ ভোটে এগিয়ে ছিলেন এই কেন্দ্রে। তবে দক্ষিণ বেঙ্গালুরুর বিজেপি সাংসদ তেজস্বী সূর্য এবং সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি আবারও পুনঃগণনার দাবি জানান। এরপর চতুর্থবার ১৬ ভোটে জয়ী হয়ে যান তিনি। এর আগে তৃতীয়বার ভোট গণনার পরই কংগ্রেসের তরফে সৌম্যদেবী জিতেছেন বলে দাবি করা হয়। রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি রামালিঙ্গা রেড্ডিরর সঙ্গে বসে ডিকে শিবকুমার অভিযোগ করেন, ভোটকর্মীরা ফলাফল বদলে দেওয়ার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, জয়ানগরেও গতকাল সকাল আটটার সময়ই শুরু হয়েছিল ভোট গণনা। পোস্টাল ব্যালটের মাধ্যমে শুরু হয় ভোটগণনা। প্রথমবার গণনা সম্পূর্ণ হওয়ার পর জানা যায় বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি নির্বাচনে জয়ী হয়েছেন। কিন্তু তার কিছুণ পরই জানানো হয়, গণনায় সামান্য ভুল হয়েছিল, জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি। তবে বিতর্ক তৈরি হওয়ায় ফের একবার ভোট গণনা করা হয় এই কেন্দ্রে। এরপর জানানো হয়, কংগ্রেস প্রার্থী ১৬০ ভোটে জয়ী হয়েছেন। তবে হার মানতে চাননি বিজেপি প্র🐼ার্থী। আরও এক দফা ভোট গণনার দাবি জানানো হয় গেরুয়া শিবিরের তরফে। দক্ষিণ বেঙ্গালুরুর বিজেপি সাংসদ তথা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যের জোরাজুরির পর ফের শুরু হয় ভোট গণনা। ততক্ষণে গণনা কেন্দ্রে পৌঁছে যান কংগ্রেসের ডিকে শিবকুমার। তিনি নির্বাচন কমিশনের কাছে কারচুপির অভিযোগ দায়ের করেন। এরই মাঝে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে অভিযোগ করেন, ভোটকর্মীদের গণনা কেন্দ্রে আটকে রেখেছেন কংগ্রেস নেতা-কর্মীরা। অবশেষে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফলাফল আপডেট করে জানানো হয়, বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি পেয়েছেন ৫৭ হাজার ৭৯৭ ভো🌜ট। এবং কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি পেয়েছেন ৫৭ হাজার ৭৮১ ভোট। অর্থাৎ শেষ পর্যন্ত এই কেন্দ্রে মাত্র ১৬ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী।