ভোট শুরু হয়েছে রাজস্থানে। এদিকে, এই ভোটের মাঝেই রাহুল গান্ধীর এ꧃কটি পোস্ট নিয়ে এবার কমিশনের দ্বারস্থ হল বিজেপি। বিজেপির দাবি, রাহুল এক্স হ🐼্যান্ডেলে একটি পোস্ট করেছেন। আর সেই পোস্ট ‘আপত্তিকর’। সেই আপত্তিকর পোস্ট যাতে অবিলম্বে অ্যাকাউন্ট থেকে ডিলিট করা হয় ও ওই অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়, তার আর্জি নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছে বিজেপি।
এখানেই শেষ নয়। বিজেপি নির্বাচন কমিশনের কাছে দাবি করেছে, মুখ্য নির্বাচন অফিসার যাতে রাজস্থানের মুখ্য নির্বাচন কমিশনরকে নির্দেশ দেন যাতে তিনি এই ক্ষেত্রে ফৌজদারি অভিযোগ দায়ের করেন। আর তার সঙ্গেই ফৌজদারি মামলায় পদক্ষেপ করেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনও দল রাজনৈতিক প্রচার করতে পারবে না। তবে এদিন সকালে কংগ্রেসের সাংসদ তথা স্টার প্রচারক ভোটের দিন সকালে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি দলীয় প্রচার করেছেন বলে অভিযোগ। উল্লেখ্য, ২৫ নভেম্বর শনিবার রাজস্থানে চ🐼লছে ভোট গ্রহণ। আর সেই পর্বের মধ্যেই এই ঘটনা ঘটে গিয়েছে। এই সূত্র ধরে বিজেপি রাহুলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে। কমিশনকে বিজেপি অভিযোগের সুরে জানায়, রাহুল নির্বাচনী বিধি ভেঙেছেন। সেই সূত্র ধরে রাহুলের পোস্ট ডিলিট ও অ্যাকাউন্ট সাসপেন্ড করার দাবি তোলে বিজেপি।
উল্লেখ্য ভোটের প্রচার নির্দিষ্ট সময়সীমা পার করে করলে তা কমিশনের নয়মে অপরাধ। এক্ষেত্রে ভোটারদের প্রভাবিত করার মতো ইস্যু সামনে আসে। এক্ষেত্রে পপুলিস্ট অ্যাক্ট-এর আওতায় ১২৬ ধারা লঙ্ঘনের 𝄹মতো বিষয় সামনে আসে। এই নিয়ম লঙ্ঘন নিয়ে রাহুলের বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ করেছে, তাতে ২ বছরের জেল ও জরিমানার দাবি তোলা হয়েছে। সদ্য মোদী পদবী মামলায় রাহুলের বিরুদ্ধে অভিযোগ তুলে দুটি মামলা রয়েছে দেশের দুই প্রান্তে। সদ্য গুজরাটের একটি কোর্টে রাহুলকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁর ২ বছরের জেলের সাজাও ঘোষিত হয়েছিল। যার জেরে রাহুল তাঁর সাংসদ পদ খোয়ান। পরে ওই মামলা আইনি পথে পরবর্তী পর্যায়ে গেলে স্বস্তি পান রাহুল। ফিরে পান তাঁর সাংসদ পদ। এদিকে, রাজস্থান নির্বাচনের দিন নতুন করে ঘটে যাওয়া এই কাণ্ডে কমিশন কোনপথে হাঁটে, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।