আজ আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠইত হচ্ছে৷ ফুলবদল করে আসানসোলের সাংসদ পদ থেকে বাবুল সুপ্রিয় পদত্যাগ করেছিলেন। তাই এই লোকসভা কেন্দ্রটিতে উপনির্বাচন হচ্ছে৷ অপ🌳রদিকে গতবছর প্রয়াত হন বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ এর জেরে এই কেন্দ্রটিও ফাঁকা হয়, আর তাই এখানে উপনির্বাচন হয়৷ আজ সকাল থেকে বালিগঞ্জ ও আসানসোলে দফায় দফায় একাধিক অভিযোগ আনে বিরোধীরা৷ তবে নির্বাচন কমিশন জানায়, কোথাও কোনও রিগিং হয়নি৷
বালিগঞ্জে পড়েছে মাত্র ৪১.১০ শতাংশ ভোট
বিকেল ৫ টা পর্যন্ত ৬৪.০৩ ভোট পড়েছে আসানসোলে, বালিগঞ্জে পড়েছে মাত্র ৪১.১০ শতাংশ ভোꦐট।
‘কোথাও কোনও রিগিং হয়নি’
কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে আজ সকাল থেকে চলে দুই কেন্দ্রের উপনির্বাচন। সুষ্ঠু এবং অবাধ ভোট গ্রহণের জন্য দুটি কেন্দ্রে মোট ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন কমিশন। যার মধ্যে আসানসোলে ১২১ কোম্পানি এবং বালিগঞ্জে মোতাযেন ছিল ১৭ কোম্পা♛নি কেন্দ্রীয় বাহিনী। তারপরেও ভোট গ্রহণ শুরু হতেই বালিগঞ্জ এবং আসানসোলের বিভিন্ন বুথে রিগিং করার অভিযোগ তোলে বিরোধীরা। সেই অভিযোগ কার্যত উড়িয়ে দেয় নির্বাচন কমিশন। কোথাও কোনও রিগিং হয়নি বলেই জানিয়েছে নিবার্চন কমিশন।
বিজেপির পোলিং এজেন্টকে মারধর
আসানসোল লোকসভার অন্তর্গত জামুড়িয়া বিধানসভার চিচুড়িয়া আরএন কলোনি ১৮২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট গৌতম মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল তꦿৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত অবস্থায় জামুড়িয়া বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে গৌতমবাবুকে। জানা গিয়েছে, গৌতম মণ্ডল বিজেপি জামুড়িয়া ব্লক ২ মণ্ডলের সভাপতি।
আসানসোলে পুলিশি বাধার মুখে পড়লেন জিতেন্দ্র
আসানসোলে 🔴পুলিশি বাধার মুখে পড়তে হল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। প্রায় দুই ঘণ্টা তাঁকে আটকে রাখা হয় বলে জানান প্রাক𝕴্তন বিধায়ক।
বালিগঞ্জে আক্রান্ত কংগ্রেস প্রার্থী
বালিগঞ্জে আক্রান্ত কংগ্রেস প্রার্থী। তাঁর অভিযোগের আঙুল কেন্দ্রীয় বাহিনীর দিকে। বেনিয়াপুকুর থানায় এ𝓀ই নিয়ে অভিযোগ দায়ের করবেন বলে জানান কংগ্রেস প্রার্থী।
দুপুর ১টা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়েছে ২৬ শতাংশ
আসানসোলে দুপুর ১টা পর্যন্ত ভোট পꦕড়েছে ৪৪ শ💞তাংশ। বালিগঞ্জে ভোট পড়েছে ২৬ শতাংশ।
খোদ বাবুলকে ঢুকতে বাধা সাউথ পয়েন্টের বুথে
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় সকাল থেকেই৷ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাউথ পয়েন্ট স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, ভোটারদের বুথ থেকে ফিরিয়ে দিচ্ছে তারা। তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কেও ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিস্তারিত পড়ুন
সাংবাদিকদের বাধা পুলিশের
বারাবনিতে সংবাদ মাধ্যমের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে। পরে নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ সাংবাদিক💦দের তাদের দায়িত্ব পালন করতে দেয়। পুলিশের তরফে সেই সময় দাবি করা হয়, কোনও সাংবাদিককে বাধা দেওয়া হয়নি।
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর অভিযোগ, সকাল থেকেই বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে, প্রভাবিত করছে। তাঁর আরও অভিযোগ, বৈধ ভোটারদের নানা অজুহাতে ভোট দিতে ওবাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহ꧒িনী। এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, প্রচুর বহিরাগতকে বিজেপি জড়ো করেছে খনি অঞ্চলে। ঝাড়খণ্ড-বিহারের নম্বরের প্রচুর দামি গাড়ি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে গোটা খনি অঞ্চলে।
বিজেপিকে ‘খোঁচা’ শুত্রুঘ্ন সিনহার
আসানসোলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ🗹্ন সিনহা দাবি করেন, ভোটে হেরে যাওয়ার ভয় থেকেই ভুয়ো দাবি করছে বিজেপি। আসানসোলের বুথ নম্বর ২৯৩-২৯৪ ঈদগা স্কুলে যান তৃণমুল প্রার্থী শুত্রুঘ্ন সিনহা।
রণক্ষেত্র আসানসোল, অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর
আসানসোলের বারাবনিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন স্থানীয় ভোটার ও তৃণমূল সমর্থকদের। ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। অগ্নিমিত্রার দেহরক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় তৃণমূল সমর্থকরা। ঘটনায় এক সিআইএসএফ জওয়ানের হাত কেটে যায় বলে জানা গিয়েছে। পড়ুন বিস্তারিত
বালিগঞ্জে ভুয়ো ভোটার ধরলেন সায়রা
বালিগঞ্জের বিশপ কলেজের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি করলেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম। সেখানে বুথ পরিদর্শনে গিয়ে এক মহিলার বিরুদ্ধে ভুয়ো ভোটার হওয়ার 🍷অভ🦄িযোগ তোলেন বাম প্রার্থী।
আসানসোলে ১৩ শতাংশ ভোট পড়েছে
꧑নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৮ শতাংশ ভোট পড়েছে। আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ১৩ শতাংশ।
অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ
বারাবলিনতღে অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে উত্তেজনা, বিক্ষোভ প্রদর্শন। অগ্নিমিত্রা পালের নিরাপত্তা রক্ষীর গায়ে হাত তোলা হয়। দুই পক্ষের হাতাহাতিতে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি।
অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ আসানসোলে
আসানসোলে অন্যের হয়ে ভোট দিয়ে দেওয়ার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে। তবে অন্যের হয়ে ভোট দেওয়ার কথা অস্বীকার করেন ব্যক্তি। সাংবাদিকদের প্রশ্নের মুথে পড়ে সেই ব্যক্তি বলেন, ‘আꦚপনারা ভুল দেখছেন আমি এই কাজ করিনি।’ তাঁর সাফাই, যে ব্যক্তির সঙ্গে তিনি বুথের ভিতরে গিয়েছিলেন সেই ব্যক্তি হাপানি রোগী। তাই তি𒁏নি সঙ্গে গিয়েছিলেন। এই ঘটনায় কমিশন রিপোর্ট তলব করেছে।
বিজেপি প্রার্থীর নালিশ খারিজ
বুথের ভিতরে রাজ্য ও কলকাতা পুলিশ যাতায়াতের অভিযোগ এনেছিলেন বালিগঞ্জ বিধাবনসভা কেন্দ্রের বিজেপি প্র﷽ার্থী কেয়া ঘোষ৷ তবে তাঁর সেই অভিযোগকে খারিজ করে দিল নির্বাচন কমিশন৷
বালিগঞ্জের পার্ক লেনে এখনও শুরু হল না ভোট
ভোট শুরু হওয়ার এক ঘণ্টা পার হলে গেলেও বালিগঞ্জের 𒉰৬৩নং বুথে শুরু হয়নি ভোটগ্রহণ। ভিভিপ্যাট খারাপ থাকায় এখান🐟ে ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে জানা গিয়েছে।
‘বুথের ভিতর রাজ্য পুলিশ’
আসা🌃নসোলে বুথের ভিতর রাজ্য পুলিশ ঢুকেছে বলে অভিযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এই বিষয়ে তিনি লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।
জয়ের বিষয়ে আশাবাদী শত্রুঘ্ন-অগ্নিমিত্রা
আ🧔সানসোলে জয়ের বিষয়ে নিশ্চিত বিজেপির অগ্নিমিত্রা পাল ও তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, তৃণমূল হুমকি দিয়ে বেরাচ্ছে। তবে ভোটে তিনি জিতবেন বলে আশাবাদী। অপরদিকে শত্রুঘ্ন সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা দেখান। তিনি সকাল আটটার পর ভোট পরিদর্শনে বের হবেন বলে জানা গিয়েছে।
‘ভিভিপ্যাট ঠিক ভাবে কাজ করছে না’
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ২০৬ নং বুথে ভিভিপ্যাট ঠিক ভাবে কাজ করছে না বলে অভꩲিযোগ করলেন বাম প্রার্থী সায়রা শাহ হ༺ালিম।
বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা
বালিগঞ্জের ১৭৪ ন💎ম্বর বুথে (অশোক হল স্কুল) বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। অশোক হলে নিজে পৌঁছে যান নেত্রী। পাঠভবন স্কুলের বুথেও গিয়েছিলেন তিনি। সেখানে কলকাতা পুলিশের কর্মীদের বসে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। নিয়ম অনুযায়ী বুথের ২০০ মিটারের মধ্যে রাজ্যের পুলিশের থাকার কথা নয়।
বালিগঞ্জে ২৩টি স্পর্শকাতর বুথ
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট বুথ সংখ্যা ৩০০। এর মধ্যে ২৩টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বালিগঞ্জের ৬০টি বুথে থাকছে সিসিটিভি ক্যামেরা🌱। বাকি ২৪০টি বুথে লাইভ ওয়েবকাস্টিং চলবে। আধা সামরিক বাহিনীর ১৭ কোম্পানি জওয়ান মোতায়েন বালিগঞ্জ উপনির্বাচনে। বুথের ২০০ মিটারের মধ্যে থাকবে না কোনও রাজ্য পুলিশ। বলবত্ রয়েছে🅘 ১৪৪ ধারা।
আসানসোলে নিরাপত্তার কড়াকড়ি
আসানসোল লোকসভা উপ🧸নির্বাচনে মোট ভোটগ্রহণ কেন্দ্র ২১০২টি। মোট ভোটকর্মী রয়েছেন ১০ হাজার ৮০ জন। প্রতিটি বুথেই থাকবে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। মোট ১১৬ কোম্পানি সশস্ত্র বাহিনী আসানসোলে ভোটের নিরাপত্তার কাজে মোতায়েন রয়েছে। বুথের ২০০ মিটারের মধ্যে থাকবে না কোনও রাজ্য পুলিশ।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ
আজ সকাল সাতটা থেকেই ভোটগ্🔯রহণ শুরু হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। উপনির্বাচনের জন্য দুই কেন্দ্রেই নিরাপত্তার কড়াকড়ি রয়েছে।