রাত পোহালেই ভোটের ফলাফল। তার আগে বিজেপির জাতীয় সম্পাদক ঋতূরাজ সিনহা সংবাদ সংস্থা এএনআইকে জানালেন উত্তর পূর্বের রাজ্যগুলিতে দলের ভোট শতাংশꦗ বেড়ে যাবে। তিনি জানিয়েছেন, উত্তর পূর্বের মানুষ দেখেছেন প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন। সেকারণেই আমাদের সরকার ফের নির্বাচিত হবে। আমার ম🦩নে হচ্ছে ফের ওই তিনরাজ্য়ে আমাদের পক্ষে ভোট যাবে। আমাদের ভোটের শতাংশ বাড়বে।
সোমবার মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ভোট হয়েছে ত্রিপুরꦑায়। সব মিলিয়ে ৫৯টি আসনে ভোট হয়েছে নাগাল্যান্ড ও মেঘালয়ে। মেঘালয়ে ৮১.৫৭ শতাংশ ভোট পড়েছে। নাগাল্🦂যান্ডে ভোট পড়েছে ৮৫. ৯০ শতাংশ ভোট পড়েছে।
একাধিক সংবাদ চ্যানেলে এক🎐্সিট পোলের খবরও সামনে এসেছে।
ত্রিপুরার ক্ষেত্রে দেখা যাচ্ছে ২০১৮ সালে বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় এসেছিল বিজেপি। সেই ত্রিপুরায় এবার ভালো ফল হতে পারে বিজেপির। এক্সিট পোলেও সেই ইঙ্গিতই মিলেছে। তিপ্রা মোথা কতটা ভালো ফল করতে পারে সেদিকেও নজর রয়ে👍ছে অনেকের।
তবে বুথ ফেরৎ সমীক্ষা অনুসারে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কতটা দাগ কাটতে পারে সেদিকেও লক্ষ্য রয়েছে অনেকের। আরও একবার দেখে 🦂নেওয়া যাক একাধিক বুথ ফেরৎ সমীক্ষায় ঠিক কী বলা হয়েছিল।
ত্রিপুরায় এক্সিট ꦿভোটের হিসাব বলছে বিজেপি ও আইপিএফটি ক😼্ষমতায় আসতে পারে। নাগাল্যান্ডে এনডিপিপি ও বিজেপি ক্ষমতায় ফিরতে পারে। অন্য়দিকে মেঘালয়ে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।