উত্তরপূর্বের তিন রাজ্যের নির্বাচনের ফল প্রকাশিত হল গতকাল। মেঘালয়তে সেভাবে 'সফল' না হয়েও নতুন সরকারের অংশ হতে চলেছে বিজেপি। অফরদিকে নাগাল্যান্ডে এনডিপিপির সঙ্গে জোট গড়ে সরকারে ফিরছে বিজেপি। ত্রিপুরায় একার দমেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে গেরুয়া শিবির। যেই উত্তরপূর্বে এককালে একচেটিয়া ভাবে কংগ্রেসের রাজ ছিল, সেখানে আজ কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন। এই আবহে উত্তরপূর্ব নিয়ে কংগ্রেসকে তোপ দাগার সুযোগ হাতছাড়া করলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বিজেপি সভাপতি অভিযোগ করেন, উত্তরপূর্বকে এটিএম-এ পরিণত করেছিল কংগ্রেস। পাশাপাশি উত্তরপূর্বের রাজ্যগুলিতে দুর্নীতিকেও প্রশ্রয় দিয়েছিল হাত শিবির। (আরও পড়ুন: মেঘালয়ে তৃণমূলের𓆏 থেকে নীচে থেকেও সরকারে থাকছে BJP, ধন্যবা𝔍দ জ্ঞাপন কনরাড সাংমার)
তিন রাজ্যে সরকার গঠন নিশ্চিত হতেই প্রথা মতো গতকাল দিল্লিতে বিজেপির সদর দফতরে আসেন প্রধানমন্ত্রী মোদী, সভাপতি জেপি নড্ডা, অমিত শাহরা। সেখানেই নড্ডা দাবি করেন, উত্তরপূর্বে বিজেপি সাফল্যের কৃতিত্ব মোদীর। তিনি জানান, উত্তরপূর্বের রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী ৫০ বারেরও বেশি সফর করেছেন। বিজেপি সভাপতি বলেন, 'উত্তরপূর্বে বিজেপির সাফল্যের কারণ প্রধানমন্ত্রী মোদীর প্রচেষ্টা। এই রাজ্যগুলিকে মূলধারায় আনার জন্য নিরন্তর 🎐চেষ্টা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এই অঞ্চলের উন্নয়নের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।' নড্ডা আরও বলেন, ২০১৪ সালের আগে, উত্তরপূর্ব 'অবরোধ, বিদ্রোহ এবং সন্ত্রাসবাদ এবং খুন-খারাপার জন্য পরিচিত ছিল'। তবে তাঁর কথায়, উত্তরপূর্বের ভাগ্য ও চিত্র এখন বদলে গিয়েছে। তিনি বলেন, 'এই অঞ্চলটি এখন শান্তি ও স্থিতিশীলতার জন্য পরিচিত।'
উল্লেখ্য, গতকালের প্রকাশিত ফলে দেখা গিয়েছে, মেঘালয়ে মাত্র ২টি আসন জেতে বিজেপি। তবে সেই রাজ্যে বিজেপি পায় ৯.৩ শতাংশ ভোট। এনপিপির বিরুদ্ধে ভোটে লড়লেও এখন সেই কনরাড সাংমার হাত ধরেই ফের একবার সরকার গঠনের প্রস্তুতি করছে বিজেপি। এদিকে মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়েই ত্রিপুরা দখল করল বিজেপি। ত্রিপুরায় বিজেপি ৩২টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এদিকে তাদের জোটসঙ্গী আইপিএফটি জিতেছে মাত্র একটি আসনে। তবে ম্যাজিক ফিগার ৩১-এর দুটি আসন ওপরে থেকে এখানে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে গেরুয়া শিবির। অপরদিকে নাগাল্যান্ডে বিজেপির জোট সঙ্গী এনডিপিপি ২৩টি আসনে জিতেছে। বিজেপি জিতেছে ১২টি আসনে। এখানেও বিজেপি জোটে থেকে সংখ্যাগরিষ্ঠতা নিশ𓃲্চিত করেছে।