একদফায় হতে চলেছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। যে রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ২২৪। বুধবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১০ মে কর্ণাটকে ভোটগ্রহণ হবে। তারপর আগামী ১৩ মে🏅 ঘোষণা করা হবে ভোটের ফলাফল। সেইসঙ্গে ১০ মে কয়েকটি আসনে উপ-নির্বাচনও হবে বলে জানিয়েছে কমিশন।
২০২৩ সালের কর্ণাটকের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টের আপডেট
- কর্ণাটকের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মে। অর্থাৎ সেদিনের মধ্যে ভোটপ্রক্রিয়া মিটিয়ে ফেলতে হবে।
- কর্ণাটকে মোট বিধানসভা আসনের সংখ্যা ২২৪। তফসিলি জাতি প্রার্থীদের জন্য ৩৬ টি আসন সংরক্ষিত আছে। তফসিলি জনজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১৫।
- মোট ভোটার সংখ্যা ৫,২১,৭৩,৫৭৯। পুরুষ ভোটারের সংখ্যা ২,৬২,৪২,৫৬১। মহিলা ভোটারের সংখ্যা ২,৫৯,২৬,৩১৯। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪,৬৯৯।
- মোট বুথের সংখ্যা ৫৮,২৮২। ৫০ শতাংশ আসনে ওয়েবকাস্টিং করা হবে। গড়ে প্রতিটি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৮৮৩। শহরাঞ্চলে মোট বুথের সংখ্যা ২৪,০৬৩।
- ১৩,০০০-র বেশি বুথের পরিচালনা করবেন শুধুমাত্র মহিলারা। সেখানে যাবতীয় দায়িত্বে থাকবেন মহিলারা। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও মহিলা হবেন।
- আজ থেকে কর্ণাটকে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাচ্ছে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই সেটা হয়ে যাবে।
- কর্ণাটকের বিধানসভা নির্বাচন: ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ২১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন হল ২৪ এপ্রিল। ভোট হবে ১০ মে। গণনা হবে ১৩ মে। ১৫ মে'র মধ্যে পুরো ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হবে।
- পঞ্জাবের একটি লোকসভা আসন, ওড়িশার একটি বিধানসভা আসন, উত্তরপ্রদেশের দুটি বিধানসভা আসন এবং মেঘালয়ের একটি আসনে উপ-নির্বাচন হবে। প্রার্থীর মৃত্যু হওয়ায় মেঘালয়ের ওই আসনের ভোটদান স্থগিত রাখা হয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি।
কর্ণাটকের লড়াই
এবার কর্ণাটকের লড়াই অত্য়ন্ত আকর্ষণীয় হতে চলেছে। আপাতত রাজ্যের মসনদে বিজেপি থাকলেও অন্তর্কলহে জর্জরিত হয়ে আছে গেরুয়া শিবির। বিশেষত বিএস ইয়েদুরাপ্পার ভূমিকা কী হয়, সেদিকেও নজর থাকবে। কারণ তাঁর উপর নির্ভর করছে লিঙ্গায়েত ভোটব্যাঙ্ক। যা কর্ণাটকের ভাগ্য নির্ধারণ করে দেয়। সেই ভোটব🦋্যাঙ্কের গুরুত্ব যে কতটা, তা একটা ছোট্ট ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যাবে। কর্ণাটক সফরে গিয়ে ইয়েদুরাপ্পকে ‘কাছে’ টেনে নেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যিনি ইতিমধ্যে চলতি বছর ছ'বার কর্ণাটকে গিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, মোদীর ম্যাজিকে এবার বিধানসভা নির্বাচন অ্যাডভান্টেজ আছে বিজেপির। তবে হাল ছেড়ে দিতে রাজি নয় কংগ্রেস। গত শনিবার ১২৪ টি আসনে প্রার্থী🌼র নাম ঘোষণা করেছে শতাব্দীপ্রাচীন দল। ৮০ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি (আপ)। যে দলের জেরে কিছুটা হলেও বিজেপি-বিরোধী ভোট বিভক্ত হতে পারে মত রাজনৈতিক মহলের।
২০১৮ সালের কর্ণাটকের বিধানসভা নির্বাচন
২০১৮ সালে কর্ণাটকে একদফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল। ২৭ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তারপর ১২ মে ভোটগ্রহণ হয়েছিল। ১৫ মে প্রকাশিত হয়েছিল ফলাফল। সেই বছর ১০৪ টি আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৭৮ টি আসন🔜। জেডিএস ৩৭ টি আসনে জিতেছিল।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )