লোকসভা নির্বাচন মিটে গিয়েছে গোটা দেশে। তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে নানা জায়গায় বিক্ষিপ্ত হিংসা বলে অভিযোগ। আর তার মধ্যেই গণনার তিন দিন আগে ১ জুন রাতে নদিয়ার কালীগঞ্জের পচা চাঁদপুরের রেললাইন পাড়া এলাকায় এক যুবককে গুলি করে, কুপিয়ে নৃশংস খুন করার অভিযোগ উঠেছে। মৃত যুবকের নাম, হাফিজুর শেখ (৩৫)। বিজেপির দাবি, এই যুবক তাঁদের কর্মী ছিলেন। সুতরাং এটা ভোট পরবর্তী হিংসা এবং অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। শাসকদল এম💝ন ঘটনার কথা মেনে নিতে নারাজ।
এদিকে পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম হাফিজুল শেখ (৩৫)। তিনি চাঁদপুর গ্রামের বাসিন্দা। এলাকায় হাফিজুল বিজেপি কর্মী বলেই পরিচিত। শনিবার রাতে চাঁদপুর জামতলা বাস স্ট্য🍬ান্ডের কাছে চায়ের দোকানে বসে ছিলেন হাফিজুল। তখন কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে হাফিজুলকে লক্ষ করে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। তারপর তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। ধর থেকে মুণ্ড কেটে নিয়ে তাণ্ডব করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: প্রার্থীর 🧔ক♋াউন্টিং এজেন্টের গণনাকেন্দ্রে বসা নিষেধ, কংগ্রেসের দাবিতে আলোড়ন জাতীয় রাজনীতিতে
অন্যদিকে পরিবার সূত্রে খবর, হাফিজুল ভোটের কাজে বাইরে ছিলেন। রাতে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। চারিদিকে খোঁজ করেন তাঁরা। পরে স্থানীয় বাসিন্দারা একটি দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন। ওই যুবকের দেহ তখন ঝাঁঝরা হয়ে গিয়েছে গুলি। ধড় থেকে মুণ্ড কেটে নিয়ে গিয়েছে কেউ। শুধু ধꦯড়টাই পড়ে আছে রাস্তায়। খবর পান হাফিজুলের পরিবারের সদস্যরা। পরনের পোশাক ও শরীরের চিহ্ন দেখে হাফিজুলকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাত পর্যন্ত দেহ আটকে বিক্ষোভ দেখান মৃত যুবকের আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
এছাড়া লোকসভা নির্বাচনের আগে হাফিজুলের হাত ধরে এলাকায় সংখ্যালঘুরা এবার বিজেপিতে যোগ দেয়। লোকসভা নির্বাচনেও ওই এলাকায় বিজেপি মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাই ꩵহাফিজুলকে খুন করা হয়েছে বলে বিজেপির দাবি। বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, ‘পশ্চিমবঙ্গে অরাজকতার সৃষ্টি হয়েছে। আইনের শাসন নেই। যুবক খুন হয়ে গেলেন পুলিশ কিছু করতে পারল না। আজ বিজেপির করার জন্য হাফিজুলকে মারা হল।’ পাল্টা বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে কালীগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘ফায়দা নিতে অরাজনৈতিক ঘটনায় রাজনীতির রঙ লাগাচ্ছে বিজেপি। পুলিশ তদন্ত করছে।’