এর আগে বিষ্ণুপুর, হুগলি, ব্যারাকপুরে ইভিএম কারসাজির চেষ্টার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস ও আইপ্যাকের বিরুদ্ধে। এবার সেই একই অভিযোগ উঠল তমলুকে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস ও আইপ্যাক মিলে কোলাঘাটের স্ট্রং রুমে ঢুকে ইভিএম কারচুপির চেষ্টা করছিল। এই আবহে গতরাতে কোলাঘাট কেটিপিপি হাইস্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই স্কুলের পিছনের এলাকায় থাকা বাসিন্দারা অভিযোগ করেন, সেখানে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা হাতে ওয়াকি টকি নিয়ে ঘোরাফেরা করছে। তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা ওই গাড়িতে থাকা মানুষজনকে ঘিরে বিক্ষোভ দেখায়। (আরও পড়ুন: বাংলায় প্রবেশ বর্ষার, টানা ভারী বৃষ্টির হবে বহু ♔𝄹জেলায়, জানুন আবহাওয়ার পূর্বাভাস)
আরও পড়ুন: CAA-তে নাগরিকত্ব পাওয়ার আগেই ভারꦿতে ভোট দিয়েছেন বꦏাংলার বিকাশ-শান্তিলতারা!
স্ট্রং রুম ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গভীর রাতে। সেই খবর যায় স্থানীয় থানায়। এরপর কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরে গাড়িতে করে ঘুরতে থাকা মানুষজন এলাকা ছেড়ে চলে যায়। বিজেপির অভিযোগ, সেই গাড়িতে আইপ্যাকের লোকজন ছিল। তারা স্ট্রং রুমে ঢুকে ইভিএম বদলে দেওয়ার ফাঁক খুঁজছিল। তাই সেখানে স্কুলের পিছন দিকের এলাকায় ঘুরঘুর করছিল। এদিকে বিজেপি অভিযোগ করে, পুলিশ সেই অভিযুক্তদের সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এই সব ঘটনার মাঝেই সেখানে পৌঁছে যান তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সংবাদমাধ্যমের কাছে তিনি অভিযোগ করেন, আইপ্যাকের লোকেরাই সেখানে এসেছিল অশান্তি করতে। এদিকে এই ঘটনার জেরে পুলিশের সঙ্গেও বিজেপি কর্মীদের বচসা হয়। (আরও পড়ুন: ব্রিটেন থেকে ১০০ টন সোনা দেশে⛎ আনল RBI, মোট কত পরিমাণ হলুদ ধাতু আছে ভারতের কাছে💯?)
আরও পড়ুন: বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন মোদীর 🍎প্রথম ছবি প্রকাশ্যে, এই ৪৫ ঘণ্টায় কী খাবেন মোদী?
আরও পড়ুন: বাংলায় মোদীর থেকে ৪.৫ গুণ বেশি মার্কস পেলেন মমতা, তবে হার♚লেন শুভেন্দুর কাছে
এদিকে এর আগে বিষ൲্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংও আইপ্যাকের বিরুদ্ধে ইভিএম বদলের চেষ্টার অভিযোগ তুলেছিলেন। এদিকে আইপ্যাকের বিরুদ্ধে সম্প্রতি গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, একুশের বিধানসভা ভোটে গণনা কেন্দ্রে আইপ্যাকের লোক ঢুকে পড়েছিল। এভাবে বাংলায় ৪০ থেকে ৫০টি বিধানসভা আসন কারচুপি করে তৃণমূলকে জেতানো হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। গতকাল নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে দেখা করেও আইপ্যাক নিয়ে কথা বলেন শুভেন্দু। বিজেপির কাউন্টিং এজেন্টদের তালিকা যাতে আইপ্যাক এবং পুলিশের হাতে না যায়, তার জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব নেওয়ার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। অপরদিকে ভোট গণনাকেন্দ্রে আইপ্যাকের কেউ ঢুকলে ধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।