বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমিত্র খജাঁ এবার তৃতীয়বারের জন্য জয়লাভের লক্ষ্যে ভোটের ময়দানে নেমেছেন। তবে এবার তিনি নিজের ভোট দিতে পারলেন না, কারণ তিনি সারাদিন তাঁর নির্বাচনী কেন্দ্র বিষ্ণুপুর আগলে রেখেছিলেন।
সৌমিত্র খাঁ দু’বারের সাংসদ এবং এবারও তিনি বিষ্ণুপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাঁর ভোটার তালিকায় নাম রয়েছে পাশের বাঁকুড়া লোকসভা কে🥂ন্দ্রের অন্তর্গত বল্লভ জুনিয়ার বেসিক স্কুলের ২৬০ নম্বর বুথে। এই প্রথমবারের মতো তিনি নিজের ভোট দিতে যেতে পারে💫ননি।
কেন ভোট দিতে পারলেন না তার কারণ হিসাবে সৌমিত্র খাঁ সংবাদমাধ্যকে জꦓানিয়েছেন, ‘ভোট দিতে যাওয়া এবং ফিরে আসতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগত। যেতে আড়াই ঘণ্টা এবং ফিরতে আড়াই ঘণ্টা। ভোট দেওয়া অবশ্যই আমার নৈতিক কর্তব্য, কিন্তু ভোটের দিনে নিজের নির্বাচনী এলাকা ছেড়ে যাওয়াটা আমি সঠিক মনে করিনি।’
আরও পড়ুন। ‘উজ্জ্বল নক্ষত্র’, ‘কোনও꧙ দিন হারেননি’, প্রচꦐারে তাপসের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু
তিনি আরও বলেন, ‘আমার নিজেরই খারাপ লাগছে যে, আমি নিজের ভোট দিতে পারলাম না। তবে, বিষ্ণুপুরের মানুষের জন্য এখানে থাকা আমা꧑র জন্য আরও জরুরি ছিল। তাদের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করাটা আমার প্রথম কর্তব্য।’
বিষ্ণুপুর কেন্দ্রের ভোটারদের প্রতি🎉 তাঁর দায়িত্ববোধ থেকে তিনি ভোট দিতে ন𓃲া যাওয়ার সিদ্ধান্ত নেন। সারাদিন তিনি কেন্দ্রে থেকেই ভোটারদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন।
লোকসভা ভোটের সব খবর পড়ুন এখানে
সৌমিত্র খাঁর এই সিদ্ধান্তে তাঁর সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং মনে করছেন যে এর মাধ্যমে তিনি ভোটারদের প্রতি তার দায়িত্ববোধ প্রদর্শন ক🐲রেছেন। আবার কিছু সমর্থক মনে করছেন যে, ভোট দেওয়া তার মৌলিক অধিকার এবং সেটি প্রয়োগ করা উচিত ছিল।
তবে রাজনৈতিক মহল বলছে, বিষ্ণুপুর কেন্দ্রে তৃতীয়বারের জন্য জয়লাভ করতে পারলে সৌমিত্র খাঁ ভোট দিতে না যাওয়া সার্🌳থক হবে। সৌমিত্রের বিপরীতে তৃণমূল প্রার্থী তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল।
আরও পড়ুন। ধর্ম, সমাজের জন্য লড়ব, মৃত্যু হলে হবে, মমতাকে চ্🥃যালেঞ্জ ছুঁড়ে দিলেন কার্তিꦓক মহারাজ