পুরুলিয়ায় দাঁড়িয়ে বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে আক্রমণ শানালেন মমত🍌া বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ‘ভোট দিয়ে দেখলেন, এখানকার এমপি (সাংসদ) কিছু করেছেন? (সমস্বরে না-না বলেন শ্রোতারা) তাঁকে দেখতে পেয়েছেন? (সমস্বরে না-না বলেন শ্রোতারা) তিনি দেখতে কেমন - কালো না সাদা? বিজেপি করলেই সাদা। আর তৃণমূল করলেই কালো। কী মজা!’ সেইসঙ্গে মমতা দাবি করেন যে গতবার পুরুলিয়ায় মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কোনও কাজ করেননি বিজেপি প্রার্থী। আর মানুষের অধিকার রক্ষা, সবকিছু রক্ষার জন্য তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোকে ভোট দেওয়ার আর্জি জানান মমতা।
পুরুলিয়ার সভা থেকে মমতা কী কী বললেন?
মমতা: একটা স্বৈরাচারীর সরকার চলছে। একটা দানবীয় সরকার চলছে। একটা অশুভ সরকার চলছ🅘ে। একটা অত্যাচারী সরকার চলছে। একটা অনাচারের সরকার চলছে। সারা ভারতে লাফিয়ে-লাফিয়ে বেকারত্ব বাড়ছে। 🧜আর মোদীবাবু গ্যারান্টি দিয়ে বেড়াচ্ছেন।
মমতা: আপনার গ্যারান্টি ম♛ানে তো নোটবন্দী। আপনার গ্যারান্টি মানে তো সিবিআই। আপনার গ্যারান্টি মানে তো এনআইএ। আপনার গ্যারান্টি মানে তো ইনকাম ট্যাক্স। আপনার গ্যারান্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা। আপনার গ্যারান্টি মানে তো ১০০ দিনের কাজে টাকা না দেওয়া। আবার বলছেন যে দুর্নীতি। দুর্নীতির দেখেছেন কী? চ্যালেঞ্জ করছি, গদ্দারদের♍ কথায় ১৩৬টি কমিটি বাংলায় পাঠিয়েছিলেন। তদন্ত করে কী পেলেন, সেটা বলুন।
মমতা: বাংলার কয়েকটি প্রকল্পে কয়েকটি সমস্যা🌃 ছিল। সেটা আমরা ঠিক করে দিয়েছি। বলুন তো সব পঞ্চায়েত কি আমাদের? কয়েকটি জায়গায় বিজেপি আছে। কয়েকটি জায়গায় সিপিআইএম আছে। তোমার পঞ্চায়েত যদি চুরি করে, তাহলে তোমার 🐲দায়িত্ব। তুমি চুরি করলে তোমার দায়িত্ব।
আরও পড়ুন: Mamata on assistant: রাতে যে মেয়েটা আমার সঙ্গে একই বিছানায় শোয়🌳, তার পদবি জানেন? মমতা নিজেই বললেন
মমতা: মোদীবাবু বলেন যে বাংলা আমার কাজ করে না। কেন করবে? ওঁনার প্রোগ্রামের নাম হচ্ছে। কী যেন একটা....আয়ুষ্মান ভারত। আপনি জানেন, একটা সাইকেল থাকলে পাবেন না। একটা স্কুটার থাকলে পাবেন না। একটা পাকাবাড়ি থাকলে পাবেন না। কোথাও একটা চাকরি করলে প🐓াবেন না। তাতেও আমাদের অর্ধেক টাকা দিতে হবে। তারপরও মাত্র এক কোটি লোক সেটা পাবেন। আর আমরা যে স্বাস্থ্যসাথী করেছি, সেটা নয় কোটি পরিবারের লোক পাচ্ছেন।
মমতা: মোদীবাবু দেখে নিন। আমাদের গ্যারান্টি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের গ্যারান্টি হচ্ছে আদিবাসীদের জয় জোহর। আমাদের গ্যারান্টি🅘 হচ্ছে ছৌ নৃত্য। আমাদের গ্যারান্টি হচ্ছে কৃষক ভাতা। আমাদের গ্যারꦫান্টি হচ্ছে ১০০ দিনের কাজ। আমাদের গ্যারান্টি হচ্ছে বাংলার ঘর। আমাদের গ্যারান্টি হচ্ছে প্রতিটি বাড়িতে জল।