জল্পনা তৈরি হয়েছিলে পাহাড়ে এবার বিজেপির লোকসভা ভোটে প্রার্থী হবেন প্রাক্তন বিদেশি সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেই জল্পনায় জল ঢেলে আরও বিকশিত করেছিলেন নিজেকে পাহাড়ে 'ভꦆূমিপুত্র' বলে পরিচয় দিয়ে। পাহাড়ের বিভিন্ন কর্মসূচিতেও💮 তাঁকে দেখা যেতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত দার্জিলিংয়ের বিদায়ী সংসদ রাজু বিস্তার বিদ্রোহের জেরে তাঁকে আবারও প্রার্থী বেছে নিল বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই কার্শিয়াঙের বিধায়ক জানিয়ে দিয়েছেন, তিনি নির্দল প্রার্থী হিসাবে দার্জিলিংয়ে দাঁড়াবেন।
হর্ষবর্ধন শ্রিংলা নাম পাহাড়ে ভেসে উঠতেই সক্রিয় হয়ে পড়েন রাজু। অনুগামীদের নিয়ে বিক্ষোভে দেখানও ছাড়াও তিনি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার্তা দিতে থাকেন, তাঁকে যদি পাহাড় থেকে প্রার্থী না করা হয় তবে তিনি নির্দলে দাঁড়াবেন। ৯ মার্চ প্রধানমন্ত্রীর শিলিগুড়ির সভার দিনই রাজু জানিয়ে দেন পাহাড়ে প্রার্থী বদল হচ্ছে না। কিন্তু বিস্তার বিদ্রোহের উত্তাপ বুঝে আর ঝুঁকি নিল না দিল্লি। তাঁকে এবার পাহা♉ড়ে প্রার্থী করল বিজেপি।
আরও পড়ুন। তমলুকে অভিজিৎ, মেদিনীপুর খোয়ালেন দিলীপ- বাংলার ১৯ আসনে💖 কোথায় কাকে টিকিট BJP-র?
দার্জিলিংয়ে বিজেপির সাংগঠনিক জেলা দুটি। পাহাড় সাংগঠনিক জেলা হল দার্জিলিং এবং সমতলের 🌞জেলা হল 𒊎শিলিগুড়ি। দুজেলাতেই আপত্তি ছিল শ্রিংলাকে নিয়ে। একাধিক জায়গা থেকে পদত্যাগে হুমকি আসে। অন্য দিকে আবার বিস্তা প্রার্থী হলে কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ইস্তফার হুমকি দিয়েছিলেন। তিনি চান পাহাড়ে কোনও ভূমিপূত্র দাঁড়াক। বিস্তাকে প্রার্থী করার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছেন নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়বেন।
🉐বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হওয়ার পাশাপাশি তিনি বিজেপির জাতীয় মুখপাত্রও হন। ২০২🌟১ সালে তাঁকে বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদকও করা হয়।
আরও পড়ুন। কঙ💖্গনꩲাকে টিকিট দিল BJP, ছাঁটাই বরুণ গান্ধী, ঘোষণা করা হল পঞ্চম প্রার্থীতালিকা
পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের কাছেও তিনি আপন হয়ে উঠেছিলেন। গত বিধানসভা নির্বাচনে দার্জিলিং লোকসভার সাতটি মধ্যে পাঁচটি পায় বিজেপি। তাছাড়া ২০১৯-এ রাজু বিস্তার জয়ের ব্যাবধান ছিল অন্য বছরগুলির তুলনায় বেশি। সব দিক বিবেচনা করে, মণিপুরের সেনা🐷পতি জেলায় জন্ম ও বেড়ে ওঠা শিল্পপতি রাজু বিস্তাকেই দার্জিলিংয়ের প্রার্থী বেছে নিল বিজেপি।