উত্তরপ্রদেশের কানপুরে বিজেপি ও এসপি কর্মীদের মধ্য়ে বিরাট সংঘর্ষ। জাহানাবাদ বিধানসভা এলাকায় সরাই হোলি গ্রামে বুথের বাইরে এই সংঘর্ষ হয়। লাঠি, বাঁশ নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে। তারা ভিড় সরানোর চেষ্টা করে। এই ঘটনায় একাধিকজন জখম হয়েছেন বলে খবর। এদিকে সোমবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছিল। বর্তমানে এলাকায় পঞ্চায়েত প্রধান রয়েছে সমাজবাদী পার্টির। এসপি সমর্থকরা দাবি করেন যে তাদের পক্ষেই ভোট দিতে হবে। এরপরই এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে যায় বিজেপি নেতৃত্ব। বুথের বাইরে তারা তুমুল ক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে সংঘর্ষের ঘটনার খবর পেয়েই প্রার্থী স্বাধী নিরঞ্জন জ্যোতি দ্রুত ঘটনাস্থলে যান। অন্যান্য বিজেপি নেতারাও দ্রুত ঘটনাস্থলে যান। তাঁরা গিয়ে এনিয়ে তীব্র বিক্ষোভ দেখান। তাদের দাবি এসপি জোর করে ভোট দেওয়ানোর জন্য চাপ দিয়েছে সাধারণ ভোটারদের। স্টেশন অফিসার অনিরুদ্ধ দ্বিবেদী জানিয়েছেন, অনেকেই এই ঝামেলায় জড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তিনি জানিয়ে দেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।