ভোট এসেছে। ক্রমেই তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ। আগেই তপ্ত হয়েছিল রেজিনগর। এবার হল বেলডাঙাতে। সোমবার সকালে বেলডাঙায় ঝুনকা দক্ষিণপাড়া এলাকা তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে। একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ হয়। আর বিস্ফোরের তীব্রতায় এলাকায় আতঙ্ক ছড়়ায়। এর জেরে ওই বাড়ির পাশে অন্য়ান্য় যে বাড়ি রয়েছে সেখান থেকেও বাসিন্দারা চলে যান। সূত্রের খবর, আচমকা পরিত্যক্ত বাড়িতে ওই বিস্ফোরণ হয়। বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়িতে কিছু সকেট বোমা রাখা ছিল। সেই বোমাগুলিতে কোনওভাবে বিস্ফোরণ হয়। কিন্তু কারা রাখল এই বোমা তা জানা যায়নি। কোনও বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই বোমা রাখা হয়েছিল কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে সৌভাগ্যের বিষয় হল সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। যার জেরে কেউ হতাহত হননি। তবে এই বিস্ফোরণের জেরে টালির চালের একাংশ উড়ে গিয়েছে। বাড়ির মধ্য়ে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলিও পুড়ে খাক হয়ে গিয়েছে। কী ধরনের বিস্ফোরক সেখানে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবারই ভোট এলে তপ্ত হয় মুর্শিদাবাদ। এবারও সেই ছবির কোনও হেরফের হয়নি। গত বুধবার বহরমপুর লোকসভা কেন্দ্রের রেজনগরের আন্দুলবেড়িয়ায় বোমাবাজির জেরে কেঁপে উঠেছিল এলাকা। সেবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোমাবাজি হয়। এবার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ। তবে রেজিনগরের ঘটনায় আহত হয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সামিম শেখ। অন্য়দিকে সেবার অভিযোগের আঙুল উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে। তবে কংগ্রেস যাবতীয় অভিযোগ অস্বীকার করে।