𒐪 আজ, মঙ্গলবার ভোটগণনা চলছে গোটা দেশে। তবে বাংলার অধিকাংশ আসন কার কাছে যায় সেদিকেও নজর রয়েছে সকলের। বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, বাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবে বিজেপি। যা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর সেটাই মিলতে চলেছে। বাংলায় সবুজ ঝড় অব্যাহত। ৩০টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আর তাতেই বোঝা যাচ্ছে, বাংলা থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। কিন্তু এখন লোকসভা নির্বাচনের মাঝে একটি বিধানসভা কেন্দ্রে জয়ের খবর এসেছে। সেটা হল—ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।
🌸এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রিয়াদ হোসেন সরকার জয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৭ হাজার ১৮টি ভোট পেয়েছেন। এই ভগবানগোলা আসনটি ছিল বিধায়ক ইদ্রিশ আলির। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হন। খালি হয় ভগবানগোলা বিধানসভা আসনটি। তাই এখানে উপনির্বাচন হল। আর সেখানেও কংগ্রেস–বিজেপিকে হারিয়ে জয়ের হাসি হাসল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের পাশপাশি বিধানসভার উপনির্বাচনেও সবুজ আবির এবং ঘাসফুল ঝড় দেখা গেল। এখন যা পরিস্থিতি তাতে ৩২টি লোকসভা আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। আর পিছিয়ে অনেকটা বিজেপি।
আরও পড়ুন: 𝄹অভিষেকের ভবিষ্যদ্বাণীই মিলছে, অনেক পিছনে বহরমপুরের অধীর, তছনছ রবীন হুডের গড়
💛অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পাশাপাশি ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ মে। আজ বিধানসভা উপনির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকার প্রায় ১৫ হাজার ৬৭০ ভোটে জয়ী হন।পরাজিত করেন নিকটবর্তী কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগমকে। এখানে কংগ্রেস দাগ কাটবে ভেবে ছিল। কিন্তু বাস্তবে সেটা দেখা গেল না। কারণ এখানে দেদার ঘাসফুল ঝড় দেখা গেল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কংগ্রেস এখন কথা বলার জায়গায় নেই। দুটি নির্বাচনে (লোকসভা এবং বিধানসভা) কংগ্রেস একেবারে ধরাশায়ী।
🐠এছাড়া জয়ী হওয়ার খবর শুনে ভগবানগোলা জুড়ে তৃণমূল কংগ্রেসে কর্মীদের উচ্ছ্বাস দেখা গিয়েছে চরমে। এই ঘটনা কেন্দ্র থেকে বের হতেই কর্মী সমর্থকরা জয়ী প্রার্থীর গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে সংবর্ধনা দেন। রিয়াদ হোসেন সরকার ভোট পান ১ লক্ষ ৭ হাজার ১৮টি। আর নিকটবর্তী কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগম ভোট পান ৯১ হাজার ৪০৩টি। মোট ১৭ রাউন্ড গণনার শেষে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এখানে বিজেপি প্রার্থী দিয়েছিল ভাস্কর সরকারকে। তিনিও দাগ কাটতে পারেননি। ১৭ হাজার ২৬৫ ভোট পান বিজেপি প্রার্থী।