উত্তরপ্রদেশের গোণ্ডার পর এবার উত্তর ২৪ পরগনার হাড়োয়া। গোণ্ডায় বিজেপি প্রার্থী করণ ভূষণ সিংয়ের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল দুই কিশোরের। আর এবার হাড়োয়ায় লোকসভা ভোটের শেষ দিনে বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কনভয়ের একটি গাড়ি ধাক্কা মারল পথ চলতি একটি অটোকে। যদিও ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে চার জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে হাড়োয়ার বেড়াচাঁপা রোডে। ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা⛦র মুখে পড়েছেন বꦦিজেপি প্রার্থী।
আরও পড়ুন: BJP এজেন্টদের বসতে বাধা, তাপস꧂কে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান বেলেঘাটা-কাশীপুরে
শেষ দফায় বাংলার ৯টি কেন্দ্রে ভোট হচ্ছে। সেগুলি হল-বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর। বারাসত কেন্দ্রের মধ্যে পড়ছে হাড়োয়া। ভোট উপলক্ষে এদিন বুথে বুথে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিলেন বিজেপি প্রার্থী। তাঁর নিরাপত্তার জন্য ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের গাড়িও ছিল বিজেপি প্রার্থীর কনভয়ে।
জানা যাচ্ছে, বেড়াচাঁপা রোডে উঠতেই কনভয়ে থাকা কেন্দ্ꦓরীয় বাহিনীর গাড়িটি একটি অটোতে সজরে ধাক্কা মারে। ঘটনায় যাত্রীরা অটো থেকে ছিটকে পড়ে যান। অন্যদিকে, ধাক্কার অভিঘাতে অটোটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে মোট চার জন যাত্রী ছিলেন। যার মধ্যে এক মহিলা এবং এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, দুর্ঘটনার পরেই এক তরুণী এবং এক পুরুষ যাত্রী সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের মাথায় জল ঢেলে সংজ্ঞা ফেরানোর চেষ্টা করেন। এদিকে, ধাক্কা লাগার পরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গাড়ি থামিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন। তারা দুর্ঘটনাগ্রস্ত অটোর ভিতর থেকে বৃদ্ধাকে বার করেন। জানা যাচ্ছে, ওই বৃদ্ধা পায়ে আঘাত পেয়েছেন। ঘটনার পরে প্রত্যেককে হাসপাতালে নিয়ে য𝄹াওয়া হয়। যদিও কী কারণে দুর্ঘটনা তা জানা যায়নি।