ছয় দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আগামী ১ জুন সপ্তম দফার ভোটগ্রহণ। আজই তার জন্য প্রচারের শেষ দিন। এই আবহে ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বড় ঘোষণা করল কংগ্রেস। এর আগে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছিল, ১ জুন দিল্লিতে তারা ইন্ডিয়া ব্লকের বৈঠক করবে। অবশ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যাবেন না বলে জানিয়েছেন। রাজ্যে ত্রাণ কাজের তদারকি করার জন্যেই দিল্লি যেতে পারবেন না বলে দাবি করেন মমতা। এর আগে তিনি আবার এক জনসভা থেকে বলেছিলেন, ইন্ডিয়া ব্লক সরকার গড়লে তিনি বাইরে থেকে সমর্থন করবেন। যা নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। (আরও পড়ুন: লোকসভা ভ꧂োটে বাংলায় BJP-র ফল নিয়ে ൩'বিস্ফোরণ' নড্ডার, অঙ্ক মিলল না শাহের সঙ্গে!)
আরও পড়ুন: এখনও শেষ হয়নি লোকসভা ভোট,𒆙 তার আগেই সম্প্রচারিত হল বাকি দফার বুথ𓂃 ফেরত সমীক্ষা!
আরও পড়ুন: জুনে আছে ইদের ছুটি, স𝓀ঙ্গে 'বাড়🌺তি' রবিবার, আগামী মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
এই আবহে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বৃহস্পতিবার দাবি করেন যে এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের জয়ের বিষয়ে তারা আশাবাদী। এই আবহে লোকসভা নির্বাচনে 'নির্ধারক ম্যান্ডেট' অর্জন করার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তারা প্রধানমন্ত্রী পদের প্রার্থী চূড়ান্ত করতে পারে বলে জানিয়েছেন জয়রাম রমেশ। পাশাপাশি তিনি দাবি করেন, জোটে যে দলের সবচেয়ে বেশি আসন থাকবে, তাদরই নেতৃত্বের দাবি করা যুক্তিযুক্ত। সংবাদসংস্থা পিটিআই-কে জয়রাম রমেশ বলেন, এনডিএ ২৭২-এর ম্যাজিক ফিগার পার করতে পারবে না। এদিকে জয়রাম রমেশ আরও দাবি করেন, ইন্ডিয়া ব্লকের সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলে এনডিএ-তে থাকা অনেক দলই তাদের দিকে ঝুঁকতে পারে। সেই সময় কংগ্রেস হাই কমান্ড তাদেরকে জোটে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান জয়রাম রমেশ। (আরও পড়ুন: বাংলায় ৩০ আসনের লক্ষ্যে🦹 কত 'বল' খেললেন মোদী? স্লগ ওভারে মিলল পরিসংখ্যান)
আরও পড়ুন: স♑্বাস্থ্যবিমার ক্যাশলেস ক্লেম মেটানো নিয়ে নয়া নির্দেশিকা IRDAI-র, জেনে নিন বিশদ
এদিকে এর আগে রাহুল গান্ধী সম্প্রতি দাবি করেছিলেন, ৪ জুন ইন্ডিয়া ব্লক সরকার গঠন করবে। তা নিয়ে দেবেন্দ্র ফড়ণবীস সব বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতা রাহুলকে কটাক্ষ করেছেন। এদিকে গত সোমবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মোদী🀅 ক্ষমতায় ফিরবে কি না জানি না। তবে মোদীর ক্ষমতায় না ফেরার সম্ভাবনাটাই বেশি।' এর আগে তৃতীয় দফার ভোট সম্পন্ন হওয়ার পরে মমতা নিশ্চিত ভাবে বলেছিলেন, বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে না। সেবারে মমতা বলেছিলেন, 'ইন্ডিয়া জোটই জিতবে। ওরা বড় জোর ১৯০-১৯৫, অন্যদিতে ইন্ডিয়া জোট ৩১৫, তাও ৩-৪টে দলকে ধরা হয়নি। মোদী আসছে না।'