পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস জোটের সম্ভাবনা কি ‘ফিনিশ’ হয়ে গেল? শনিবার রাতের দিকে কংগ্রেসের চতুর্থ প্রার্থীতালিকা প্রকাশের পরই সেই জল্পনা তুঙ্গে উঠেছে। কারণ যে কোচবিহার আসন থেকে ইতিমধ্যে নীতীশচন্দ্র রায়কে দাঁড় করিয়েছে বামফ্রন্ট, সেখানে প্রার্থী হিসেবে পিয়া রায়চৌধুরীর নাম ঘোষণা করল কংগ্রেস💦। ফরওয়ার্ড ব্লকের টিকিটে সেই কেন্দ্রে দাঁড়াচ্ছেন নীতীশচন্দ্র। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের কেন্দ্রে চতুর্মুখী লড়াই হবে। তিনি বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন। জগদীশচন্দ্র বাসুনিয়াকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। নীতীশচন্দ্র দাঁড় করিয়েছে বামফ্রন্ট। আর পিয়াকে লড়াইয়ে নামিয়েছে কংগ্রেস। যদিও সেই চতুর্মুখী লড়াইয়ের গুঁতোয় বাম-কংগ্রেসের জোটের আশা শেষ হয়ে গেল কিনা, তা নিয়ে দু'দলের তরফেই কোনও মন্তব্য করা হয়নি।
আর সেই জোট জল্পনার মধ্যেই কংগ্রেসের চতুর্থ তালিকায় যে মেꦑগা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস, সেটা হল বারাণসী। কংগ্রেসের চতুর্থ প্রার্থীতালিকা অনুযায়ী, বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে টিকিট দেওয়া হয়েছে। যিনি আগেও মোদীর বিরুদ্ধে দাঁড়িয়ে হেরে গিয়েছেন। তারপরও তাঁকে টিকিট দিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের বাকি প্রার্থীতালিকা
বারাণসী এবং কোচবিহার ছাড়াও চতুর্থ তালিকায় ৪৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করꦜেছে কংগ্রেস। সার্বিকভাবে অসমের একটি আসন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি আসন, ছত্তিশগড়ের একটি আসন, জম্মু ও কাশ্মীরের দুটি আসন, মধ্যপ্রদেশের ১২টি আসন,মহারাষ্ট্রের চারটি আসন, মণিপুরের দুটি আসন, মিজোরামের একটি আসন, রাজস্থানের তিনটি আসন🀅, তামিলনাড়ুর সাতটি আসন, উত্তরপ্রদেশের ন'টি আসন, উত্তরাখণ্ডের দুটি আসন এবং পশ্চিমবঙ্গের একটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে জোটের সম্ভাবনা বিশ বাঁও জলে চলে গেলেও আর রাজস্থান এবং উত্তরপ্রদেশে জোটধর্ম পালন করেছে কংগ্রেস। রাজস্থানে হনুমান বেনিওয়ালের নেতৃত্বাধীন লোকতান্ত্রিক পার্টিꦡর জন্য নাগৌর আসন ছেড়ে দিয়েছে। সেইসঙ্গে উত্তরপ্রদেশে ১৭টি আসনে লড়াই করবে কংগ্রেস। সেই ১💃৭টি আসনের মধ্যে ন'টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আমরোহা থেকে লড়বেন দানিশ আলি, সাহারানপুর থেকে লড়বেন ইমরান মাসুদ, কানপুর থেকে দাঁড়িয়েছেন অলোক মিশ্র।
সার্বিকভাবে এখনও পর্যন্ত ১৮৩টি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গে নয়জনকে টিকিট দিয়েছে। চতুর্থ দফায় হেভিওয়েট তালিকার মধ্যে আছেন কার্তি চিদম্বরম൩। তিনি তামিলনাড়ুর শিবগঙ্গা থেকে লড়াই করবেন। মধ্যপ্রদেশের রাজগড় থেকে লড়াই করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তাছাড়া তামিলনাড়ুর বিরুধুনগর আসন থেকে মানিকরাম ঠাকুরকে টিকিট দেওয়🦹া হয়েছে।