ভোটগ্রহণের সপ্তাহখানেক আগ🐻ে ফের দেবের বিরুদ্ধে বোমা ফাটালেন হিরণ। ফোন কল রেকর্ডিং প্রকাশ করে দাবি করলেন, নিজেকে যতই ধোয়া তুসলি পাতা বলে দাবি করুন না কেন, আসলে গলা পর্যন🎐্ত দুর্নীতিতে ডুবে অভিনেতা তথা ঘাটাল কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী দেব।
আরও পড়ুন: সিপিএমের সঙ্গে আঁতাত করে নন্দীগ্রাম গণহত্য🔜া করেছিল অধিকারী পরিবার: মমতা
পড়তে থাকুন: যে যত ব্যক্তি আক্রমণ করতে পারবে 💮সে তত বড় তৃণমূল নেতা, কল্যাণকে কটꦉাক্ষ মিঠুনের
শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি কল রেকর্ডিয়ের সম্পাদিত অংশ শেয়ার করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। সেখানে দাবি করা হয়েছে, বক্তাদে⛦র একজন স্থানীয় সাংসদ দেব ও অন্যজন এক চাকরিপ্রার্থী মহিলাকে। সেখানে মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘রাম আমার কাছ থেকে ৯ লক্ষ টাকা নিয়েছিল। সেটা আমি সায়ন্তকেও বলেছিলাম ও টাকাটা দিয়েছে চাকরি দেওয়ার জন্য। না চাকরি দিচ্ছে, না টাকা দিচ্ছে। সায়ন্তনও বলেছিল রামকে, তার পর কোনও রেজাল্ট এল না।’ জবাবে দে💛ব বলেন, ‘আমি তো ফোনটা ধরলাম। ফোনে কথা যখন বলছি তখন তো গুরুত্ব দিচ্ছি। আমি ব্যাপারটা বুঝে নিলাম। আমি যখন সময় পাবো রামকে জিজ্ঞাসা করব। আমি তোমাকে জানাব। ঠিক আছে?’ এখানেই শেষ হয় কথপোকথন।
এই অডিয়ো ক্লিপ শ🦄েয়ার করে হিরণ লিখেছেন, গত ꦉদু বছর ধরে যা বলে আসছিলাম, এই অডিও ভাইরাল টি কী সেটি ? তাহলে উনি তো সব কিছুই জানতেন ? না জানার মেকি অভিনয়টাই কি সৌজন্যতা ? মানুষ বিচার করুক। সঙ্গে তিনি লিখেছেন, এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেননি তিনি।
আরও পড়ুন: লোডশে🐟ডিং করিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল, আমি আজ না হোক কাল এর বদলা তো নেবই🌠: মমতা
বলে রাখি, এই প্রথম নয়, দেবের আপ্তসহায়ক রামপদ মান্নার বিরুদ্ধে চলতি সপ্তাহেই ই-মেইল করে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। তাঁর অভিযোগ, তাঁর মেয়েকে আশা কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩ লক্ষ টাকা দাবি করেছিলেন রামপদ। তার মধ্যে ১ লক্ষ ৮০ হাজার টাকা ইতিমধ্যে রামপদকে দিয়েছেন তিনি। কিন্তু এখনও চাকরি হয়নি মেয়ের। গঙ্গেশব☂াবুর অভিযোগ, দেবের আপ্তসহায়কের বিরুদ্ধে চন্দ্রকোনা টাউন থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিতে দেব বলেন, ‘তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি পাবে।’