গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির সব থেকে বেশি আসন বাড়বে। ৪ জুনের পর তৃণমূলের দরজা খোলার লোক থাকবে না। পিসি - ভাইপো একা বসে থাকবেন। তৃতীয়🐈 দফা ভোটের আগে এই ভবিষ্যদ্বাণী করলেন বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
আরও পড়ুন: দ্বিতীয় হয়েও মেলেনি চাকরি, স্কুল সার্ভিস কমিশনের ২০২০র নিয়োগেও দুর্নীতির ছ🦂ায়া!
পড়তে থাকুন: মুর্শিদাবাদে কংগ্রেস নেতাকে বন্দুক হাত🅷ে তাড়া করলেন TMCর অঞ্চল সভাপতি
পিসি - ভাইপো মাছি মারবে
বৃহস্পতিবার বর্ধমানের কালনা গোটের কাছে দিলীপবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আটকে রাখুন নিজেদের লোকেদের। দিলীপ ঘোষ যা বলে তা করে। ওনাদের খোকাবাবু রোজ বলেন, দরজা খুলে দিলে লোক ভর্তি হয়ে যাবে। দরজা ভয়ে খুলছে না। খালি হয়ে যাবে। অলরেডি সব লোক জন আসতে আরম্ভ করেছে। ভোটের পর 😼পিসি - ভাইপোই দরজা খুলে বসে থাকবে। মাছি মারার লোক পাবেন না, দরজা খোলার লোক পাবেন না, জল দেওয়ার লোক পাবেন না’।
তৃণমূলকে আক্রমণ করে দিলীপবাবু বলেন, ‘এই রোদ্দুরে ওনারা আর বেরোতে পারবেন না। ইনডোর মিটিংই করতে হবে। দেখছেন না, আমরা যখন রোড শো করছি তখন তৃণমূলের পার্টি অফিস থে꧒কে কালো পতাকা দেখানো হচ্ছে। টিএমসি বুঝে গেছে এখানে কোনও চান্স নেই, পার্টি অফিসের মধ্যে ঢুকে গেছে’।
আরও পড়ুন: শাহজাহানের ভাই সিরাজের বাড়িতে CBI, তলবের নোটিশ দেওয়ালে🌞 সেঁটে এলেন গোয়েন্দ🀅ারা
সব থেকে বেশি সিট বাড়বে
রাজ্যে ব🔜িজেপির সম্ভাবনা নিয়ে মুখ খুলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে বেশি গুরুত্ব দিয়েছেন কারণꦐ এখানেই আমাদের সব থেকে বেশি সিট বাড়বে। ৩৭০ আসনের লক্ষ্যে পৌঁছতে গেলে বাংলায় আসন বাড়াতে হবে’।
কুণাল ঘোষকে তৃণমূলের পদ থেকে অপসারণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘উনি তো পার্টির ভিতর এত বছর রয়েছেন। উনি কেন꧋ তথ্য দিচ্ছেন না? আমরা জানি কে কত টাকা নিয়েছে। এখানকার MLAও টাকা নিয়েছে। উনি যদি চান এখানকার রাজনীতি স্বচ্ছ হোক, ইডিকে সিবিআইকে তথ্য দিন। তাহলে সব জেলে যাবে।’
মিথ্যে বলেন মমতা
EVM নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা প্রশ্নꦫ উড়িয়ে দিয়ে দিলীপবাবু বলেন, ‘উনি সব সময় একটা মিথ্যা কথা বলে মিডিয়ার লোকদের ব্যস্ত রাখেন। ওনার কথায় লোকে আর গুরুত্ব দেওয় না। কারণ উনি রোজ মাথা খাটিয়ে একটা করে মিথ্যে বার করেন। আসলে ওনার পার্টির লোকেরা কত টাকা লুঠ করেছেন এটা কখনও বলেন না।’