রাজ্যে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণে মুহুর্মুহু অভিযোগ আসছে। তারই মধ্যে চাঞ্চল্যকর ঘট🤪না ঘটল বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের মন্তেশ্বরে। মন্তেশ্বরের খুলনা বাজারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইটবৃষ্টিতে দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের একটি গাড়ির কাচ ভেঙেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদমাধ্যমের গাড়িও। এর পর দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে জয় বাংলা স্লোগান দ🅠িতে থাকেন তৃণমূল সমর্থকরা।
আরও পড়ুন: এর পর লোকে বউয়ের মধ্যেও মমতার মুখ দেখতে 👍পাবে, চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারে♕র
পড়তে থাকুন: 🦂ফেক ভিডিয়ো তৈরির অভিযোগে ফের উত্তপ্ত সন্দেশ🌄খালি, TMC নেতাকে গণধোলাই মহিলাদের
পড়তে থাকুন: অপরাধীর নাম ⛎শেখ শাহজাহাঁ বলেই TMCর গুন্ডারা সন্দেশখালির বোনেদের ভয় দেখাচ্ছে: মোদী
জানা গিয়েছে, সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকায় প্রথমে দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাক🤪েন তৃণমূল সমর্থকরা। দিলীপবাবু গাড়ি থেকে নেমে তার প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে বচসা বেধে যায়। দিলীপবাবুর নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের বাধা দিলে এক বিক্ষোভকারী আহত হন। এর পর শুরু হয় ইটবৃষ্টি। লাঠি দিয়ে ভাঙচুর করা হয় কনভয়ের একাধিক গাড়ি। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। লাঠি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে তেড়ে যান গ্রামবাসীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলেই রয়েছেন দিলীপ ঘোষ। এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।