মনোনয়নপত্র জমা দিতে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জড়ালেন বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কবিয়াল অসীম সরকার। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মহিলা মস্তান’ বলে কটাক্ষ করেন তিনি। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের অতিরিক্ত জে🍌লাশাসকের কাছে মনোনয়ন পত্র জমা দেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি।
মমতাকে মহিলা মস্তান বলে আক্রমণ
এদিন অসীমবাবু বলেন, ‘উনি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) যে ভাষায় কথা বলেন ওনাকে মহিলা মস্তান ছাড়া কিছু বলা যায় না। ইলেকশান না থাকলে জিভ টেনে ছিড়ে নিতাম এ🌠ইরকম কথা মস্তানরা ছাড়া এ রকম কথা কোনো ভদ্রলোক বলে না’।
অসীমবাবুর দাবি, ‘এবার মুসলিম ভাইয়েরা মনের আনন্দে বিজেপিকে ভোট দেবে। ওরা বুঝেছে এই সিএএ-তে কোনো নাগরিকত্ব খর্ব হবে না। মাননীয়া মুখ্যমন্ত্রী এতদিন যে মিথ্যা বলেছে যেটা সবাই🧜 বুঝতে পেরেছে🦋 আর বোকা বানানো যাবে না। এবার ভোট হবে দুর্নীতির বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে’।
মমতাকে উদ্দেশ করে চোর চোর স্লোগান
বলে রাখি, গত ১২ এপ্রিল উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে চোর চোর স্লোগান ওঠে আলিপুরদুয়ারের চালসায়। জাতীয় সড়ক দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় তাঁকে উಞদ্দেশ করে স্লোগা🐲ন দেন বিজেপি কর্মীরা। গত মঙ্গলবার অসমে এক জলপাইগুড়িতে এক জনসভায় এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।