লোকসভা ভোট নিয়ে সাংবাদিক বৈঠক করলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন, ভোটে সন্ত্রাস করা যাবে না। অভিযোগ করলেই কড়া ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু ভোট সংক্রান্ত, ভোট প্রক্রিয়া সংক্রান্ত ব্যাপারে কোথাও কোনও সমস্যা থাকলে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন।সেই হেল্পলাইন নম্বরটি হল ১৯৫০। দেশের মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ১৯৫০ নম্বরে ফোন করতে পারেন। এদিকে ১৯৫০ নম্বরে ফোন করলে ১০০ মিনিটের মধ্য়ে পদক্ষেপ নেওয়া হবে।উস্কানিমূলক ও বিদ্বেষমূলক কোনও মন্তব্য করা যাবে না। ভুয়ো খবর ছড়ালে কড়া পদক্ষেপ নেওয়া হবে। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না। জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোটে হিংসা যাতে না হয়ে সেটা নিশ্চিত করার জন্য় বার বারই জানিয়েছে নির্বাচন কমিশনার। সেই সঙ্গেই বলা হয়েছে, কোথাও এমসিসি লঙ্ঘনের কোনও ঘটনা হলে তৎক্ষণাৎ তা নির্বাচন কমিশনারের নজরে আনা যেতে পারে। নির্বাচন কমিশনারের তরফে জানা গিয়েছে, নাগরিকরা প্রয়োজনে মূল ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারে। ন্যাশনাল কন্টাক্ট সেন্টারে ফোন করতে পারেন। সেই নম্বরটি হল- 1800111950স্টেট কন্টাক্ট সেন্টার হিসাবে ১৯৫০ নম্বরে ফোন করা যেতে পারে।এর সঙ্গেই cVIGIL App -এর মাধ্য়মে মডেল কোড অফ কন্ডাক্ট সম্পর্কিত রিপোর্ট জানাতে পারেন। এই অ্যাপের মাধ্য়মে আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন সংক্রান্ত রিপোর্ট জানাতে পারেন। সেই নিয়ম ভঙ্গ সংক্রান্ত একটা ছবি অথবা ২ মিনিটের ভিডিয়ো আপলোড করতে পারেন। এরপর ওই অ্যাপের ব্যবহারকারী একটি ইউনিক ইউডি পাবেন তাঁর মোবাইল নম্বরে। একটি আইডিতে একাধিক রিপোর্ট জানানো যাবে।দ্বিতীয় দফায় ওই রিপোর্ট চলে যাবে জেলা কন্ট্রোল রুমে চলে যাবে। এরপর ফিল্ড ইউনিট, ফ্লাইং স্কোয়াড ও নজরদারি টিমকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়। এদিকে এই সমস্ত কমিশনের ইউনিট cVIGIL Investigator মোবাইল অ্যাপ ব্যবহার করবে। তারা জেনে নিতে পারবে কোথায় এই মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের ঘটনা হয়েছে?