লোকসভা ভোটের আগে যখন দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপি নেতাদের সমীকরণ নিয়ে নানা জল্পনা প্রকাশ্যে আস♕ছে তখন চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার পুরুল্যায় সাংবাদিকদের🐲 তিনি বলেন, দিলীপ ঘোষকে দেখেই রাজনীতিতে এসেছি। উনি সব সময় শ্রদ্ধার পাত্র।
আরও পড়ুন: বাংলায় হিন্দু🎃দের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রেখেছে তৃণমূল সরকার: নরেন্দ্র মোদী
পড়তে থাকুন: তৃণমূলে পদহারা কুণাল ঘোষের বি🤡রুদ্ধে মুখ খুলে বোমাꩲ ফাটালেন পার্থ চট্টোপাধ্যায়
এদিন সুকান্তবাবু বলেন, ‘দিলীপ ঘোষের সঙ্গে আমার বিবাদের বিষয়টা একটা গুজব। দিলীপ ঘোষকে দেখেই তো আমি রাজনীতিতে এসেছি। পশ্চিমবঙ্গে আমরা কাকে দেখতাম? আমাদের নেতা তো দিলীপ ঘোষ ছিলেন। দিলীপ ঘোষ সব সময় আমাদের শ্রদ্ধার পাত্র। কারণ পশ্চিমবঙ্গে তিনি অনেক লড়াই করে, সংঘর্ষ করে বিজেপিকে ২ থেকে ১৮তে পৌঁছে দিয়েছেন। এটা তো অস্বীকার করার জায়গা নেই। দিলীপ ঘোষ সব সময় বাংলার বিজꦡেপির কর্মীদের শ্রদ্ধার জায়গায় থাকবেন’।
রাজ্য বিজেপি সভাপতির কথ🍸ায়, ‘অনেকে অনেক কথা বলে বেড়ায়। ২০১৯ সালে কে টিকিট দিয়েছিল আমাকে? দিলীপ ঘোষ টিকিট দিয়েছিলেন। তার পর যে পার্টির দায়িত্ব পেয়েছিলাম আমি কে দিয়েছিলেন? আমার তৎকালীন রাজ্য সভাপতি দিয়েছিলেন। শুধু দিলীপ ঘোষ নয়, দিলীপ ঘোষের আগে রাহুলদা আমাদের রাজ্য সভাপতি ছিলেন। তার সঙ্গেও আমাদের মধুর সম্পর্ক। বিজেপিতে মতের বিরোধ হতে পারে, কিন্তু কারও সঙ্গে কারও সম্পর্ক খারাপ হয় না। মনের বিরোধ কারও সাথে কারও নেই’।
আরও পড়ুন: ত🐻ৃণমূলে পদহারা 🃏কুণাল ঘোষের বিরুদ্ধে মুখ খুলে বোমা ফাটালেন পার্থ চট্টোপাধ্যায়
এবার মেদিনীপুরের বদলে বর্ধমান – দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন দিলীপবাবু। বিজেপি সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর চাপে কার্যত আসন বদল করতে বাধ্য হয়েছেন দিলীপবাবু। তাতে সমর্থন ছিল সুকা꧋ন্ত মজুমদারেরও।