টার্গেট আগেই ঠিক করে দিয়েছিলেন। এবার সেই টার্গেট পূরণ না হলে তার জন্য দলীয় নেতা কর্মীদের পদ চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিষ্ণুপুরের আমতলায় ডায়মন্ড হাববার বিধানসভার নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক। সেই ব❀ৈঠকে এই বার্ত💯া দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কয়েকদিন আগে বসিরহাটের সভায় গিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জেতার টার্গেট ঠিক করে দেন তৃণমূไলের 'সেনাপতি'। ভোটে জেতার ব্যবধান অন্তত চার লক্ষ করতে হবে বলে জানিয়ে দেন তিনি। সেই টার্গেটের কথাই এ দিন মনে করিয়ে দিলেন। অভিষেক জানিয়ে দেন, টার্গেট পূরণ না হলে কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের সরিয়েও দেওয়া হতে পারে।
কী ভাবে লক্ষ্যে পৌঁছেতে হবে এদিন তারও দিশা দেন তিনি। তৃণমলের 'সেকেন্ড-ইন-কামন্ড' বলেন, আগামী দু'মাস রাস্তায় থেকে মানু༒ষের জন্য কাজ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা বলতে হবে। সাংসদ এলাকায় যে সমস্ত কাজ করেছেন সেগুলো মানুষকে বার বার করে বলতে হবে। পাশাপাশি তুলে ধরতে হবে কেন্দ্রীয় সরকারের বঞ🔯্চনার কথা।
আরও বলুন। ফের মমতার নামে 'কুকথা', দিলীপে💟র পর এবার বেলাগাম অসীম সর𝐆কার
বৈঠকে তিনি বলেন. ২০১৯-লোকসভা এবং ২০২১-এর বিধানসভা ভোটে যে বুথগুলিতে তৃণমূল লিড পায়নি সেই বুথগুলিতে প্রচারে আরও জোর দিতে হবে। সেখানে কেন তৃণমূল জিততে পারল না🍌 তা নিয়ে খোঁজ খবর করতে হবে। মানুষের সঙ্গে কথা বলে কারণ জানতে হবে। অঙি ডায়মন💜্ড হারবার পুরসভার ৪,৬,৯ ও ১৬- এই চারটি ওয়ার্ডে গত ভোট ফল খারাপ হয়। এই ওয়ার্ডগুলিতে বেশি বেশি করে মানুষের দরজায় যেতে হবে।
আরও পড়ুন। ওয়েইসির বিরুদ্ধে হায়দরাবাদে প্রার্থꦇী কি সানিয়া মির্জা?
বৈঠকে তিনি কড়া ভাষায় জানিয়ে দেন, কোনও এলাকায় লিড𓆉 না আসে তবে ত♐ার দায়িত্ব নিতে হবে কাইন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্টকে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্য়বস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন। হিঞ্জিলি থেকে নবীন, ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে প্রার্থী কে? ওড়িশায় ৯ লোকসভা ও ৭২ বিধানসভা আ🌄সনে তালিকা ঘোষণা BJDর