লোকসভা জোটের পর ‘ইন্ডিয়া’ জোট ভেঙে যাবে বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ নিয়েও তিনি আক্রমণ করেন। তিনি বলেন, জোটের প্রতিটি দলের নেতা প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন। এই পরিকল্পনা জাতিকে ধ্বংস করবে বলে অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদী। রাজস্থানের প্রতাপগড়ে বিজেপি প্রার্থী সঙ্গম লাল গুপ্তার সমর্থনে প্রচারে গিয়ে এভাবেই ইন্ডি𓄧য়া জোটকে নিশানা করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: 'মোদীজি যুদ্ধ থামিয়ে দিয়েছেন বাবা', ভাই🔥রাল মিমের সত্যিটা HT-কে জান༒ালেন জয়শংকর!
এদিন কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে মোদী ব💃লেন, ‘কংগ্রেস আর এসপি বলছে দেশের উন্নয়ন আপনা আপনিই হবে।’ মোদীর প্রশ্ন, তাহলে পরিশ্রম করার দরকার কী? মোদী আরও বলেন, ‘সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের শেহজাদ𝄹ার কাছে দেশের উন্নয়ন গুলি ডাণ্ডা খেলার মতো। রাজপ্রাসাদে জন্ম নেওয়া শেহজাদারা কঠোর পরিশ্রমে অভ্যস্ত নন। ওরা বলে দেশ নিজে থেকে বিকশিত হবে, আর বলে খটা খট।’
অন্যদিকে, রাহুল গান্ধী প্রায়ই বলে থাকেন - কংগ্রেস ক্ষমতায় এলে ‘খটা খট’ দরিদ্র মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠ♓ানো হবে। এপ্রসঙ্গে রাহুল গান্ধীর বক্তব্যকে কটাক্ষ করে মোদী বলেন, ‘রায়বেরেলির মানুষ তাঁকে ‘খটা খট’ ফিরিয়ে দেবেন। যেমন তিনি ২০১৯ সালে আমেঠিতে পরাজিত হয়েছিলেন। তাঁর বোঝা উচিত যে আমেঠির লোকেরা ইতিমধ্যেই তাঁকে বাড়িতে পাঠিয়েছে এবং রায়বেরেলির লোকেরাও তাকে ফিরিয়ে দেবে।’ তিনি কটাক্ষ করে আরও বলেন, দেশের শাসনভার ছেলে খেলা নয়। এরপরই প্রধানমন্ত্রীর ভবিষ্যদ্বাণী, যে নির্বাচনে পরাজয়ের পরেইℱ তাদের জোট ভেঙে যাবে।