ℱ লোকসভা নির্বাচনের চতুর্থ দফা মিটে গিয়েছে। বাকি আছে আর তিন দফা। তাই সর্বত্র জোরকদমে নির্বাচনী প্রচার–সভা–সমাবেশ চলছে। পঞ্চম দফার প্রস্তুতি চলছে জেলায় জেলায়। এই আবহে আজ, বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সোজা চলে গেলেন বিধানসভায়। সেখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। আর স্পিকারের অনুমতিতে দুটি বৈঠকেও যোগ দেন বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক। তাঁকে স্বাগত জানান আমডাঙার বিধায়ক রফিকুর রহমান এবং চাঁচলের বিধায়ক নীহার ঘোষ। এদিন জীবনকৃষ্ণকে স্বাভাবিক মেজাজেই দেখা যায়।
🍃এদিকে আজ কমিটির বৈঠকে যোগ দিতে আসেন তিনি। জামিনের নথি নিয়ে এসেছেন বিধানসভায়। স্পিকারকে সেই নথি জমা দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সঙ্গে দু’টি কমিটির বৈঠকেও যোগ দেন। ওই বৈঠকে যাতে যোগ দিতে পারেন, সেই আবেদনও স্পিকারকে করেন জীবন কৃষ্ণ সাহা। স্পিকার অনুমোদন দিতেই বিধানসভার কমিটি বৈঠকে যোগ দেন তিনি। তবে জীবনকৃষ্ণ সাহা বলেন, ‘স্পিকারের সঙ্গে দেখা করে জামিনের অর্ডার সংক্রান্ত কাগজপত্র জমা দিলাম। অনেকদিন পর আজ বিধানসভায় এসেছি। খুব ভালো লাগছে। স্পিকারের কাছে কাজ শুরুর অনুমতি চাই। তিনি অনুমতি দেন। তাই দুটি বৈঠকে যোগ দিয়েছি।’
আরও পড়ুন: ไ‘যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয় সে কী করে নারীদের উন্নয়ন করবে’, সৌমিত্রকে তোপ অভিষেকের
ꦍঅন্যদিকে আজ উচ্চশিক্ষা সংক্রান্ত কমিটির বৈঠক হয়েছে। সাবর্ডিনেট লেজিসলেটিভ কমিটির বৈঠক হয়। উচ্চশিক্ষা সংক্রান্ত দুটি কমিটিতেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক। আজ বিধানসভায় নীল পাঞ্জাবি, সাদা পাজামা পরে প্রবেশ করেন জীবনকৃষ্ণ সাহা। শরীরী ভাষায় বোঝা যায় জেল থেকে বেরিয়ে তিনি খুশি। গালভরা হাসি নিয়েই বিধানসভায় ঢোকেন। আর লবিতে থাকা বিধায়কদের সঙ্গে কথা বলেন। কর্মীদের সঙ্গেও কথা বলেন এবং হাসি মুখে করমর্দন করেন। তারপর থেকে ফুরফুরে মেজাজেই ছিলেন এই শাসকদলের বিধায়ক।
ღএছাড়া জেলে থাকার অভিজ্ঞতাও অনেক সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি বলে সূত্রের খবর। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সমস্ত নিয়ম পালন করেন। ২০২৩ সালের এপ্রিল মাসে গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণ সাহাকে। তাঁর বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল, তখন বাড়ির পাঁচিল টপকে নেমে পুকুরে নিজের মোবাইল ছু়ড়ে ফেলেছিলেন এই বিধায়ক। পরে দু’দিন ধরে মেশিন এনে জল বের করে সেই মোবাইল উদ্ধার করা হয়। তারপর একবছর জেলেই ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। বুধবার জেল থেকে ছাড়া পান তিনি। আজ বিধানসভায় আসেন।