ষষ্ঠ দফা পর্যন্ত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব হয়ে গিয়েছে। বাকি আর এক দফা। সপ্তম দফা হয়ে গেলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্ব শেষ হবে। কিন্তু জাতীয় রাজনীতির অলিন্দে একটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। সেটা হল–সরকার কারা গড়বে? বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট? গোটা দেশে বিজেপি বিরোধী একটা আন্ডার কারেন্ট চলছে। এই আবহে তথ্য–পরিসংখ্যান নিয়ে বসতে চাইছেন ইন্ডিয়া জোটের নেতারা। আর তাই এবার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়ে🌌ছে। যেখানে দেশের তামাম বিরোধী দলের শীর্ষনেতারা উপস্থিত থেকে তথ্য পরিসংখ্যান পেশ করবেন।
আর এই তথ্য–পরিসংখ্যান পেশের মধ্যে দিয়েই একটা প্রাথমিক আবাস মিলবে বলে মনে করা হচ্ছে। সপ্তম দফার নির্বাচন রয়েছে ১ জুন। আর লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে ৪ জুন। কিন্তু সেই ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন ইন্ডিয়া জোটের নেতারা। তাঁরা বেশ কয়েকটি প্রশ্নের সরাসরি উত্তর জানতে চান। আর তা হল— আবার কি মোদী সরকার নাকি এবার উলটে যাবে? জনমত কী বলছে? সরকার কি গড়বে ইন্ডিয়া জোট? দেশের জনমত কার দিকে 🏅ঝুঁকল? এই প্রশ্নগুলির উত্তর তথ্য পরিসংখ্যানকে সামনে রেখেই জানতে চান নেতারা। আর তাই ১ জুন জ🅘রুরি বৈঠক ডাকল ইন্ডিয়া জোট।
আরও পড়ুন: রেমালের 𝓰তাণ্ডবলীলা কি শুরু হয়েছে? দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, তলিয়ে গেল দুই বন্ধু
হাতে আর চারদিন বাকি। তারপরই ১ জুন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ডাকা সর্বদল বৈঠক বসবে বলে সূত্রের খবর। এই জোটে যাঁরা আছেন তাঁদেরকে ডাকা হয়েছে। সবাইকে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজধানী নয়াদিল্লিতে হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উঠে আসা পরিসংখ্যানের পরই নেওয়া হবে স্ট্র্যাটেজি। তবে ১ জুন যখন এই হাইভোল্টেজ বৈঠক চলবে তখনই দেশে চলবে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। ভোট ভোটের মতো চলবে। বৈঠকও চলবে রুদ্ধশ্বাস গতিতে। তবে নির্বাচনের ফলাফল বেরনো🌃র ৪ দিন আগে এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ হবে বলে সূত্রের খবর।