নয়া বিতর্কে জড়ালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এখন লোকসভা নির্বাচন চলছে। তাই দেশজুড়ে কার্যকর রয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধি। সেখানে নির্বাচনী প্রচারে এসে হিংসা ছড়ানোর অভিযোগ উঠল হিরণের বিরুদ্ধে। আর এই বিষয়টি নিয়েই নির্বাচন কমিশন ও সবং থানায় লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। হিরণের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে হিংসা ছড়ানোর চেষ্টা–সহ ভয়, ঘৃণা এবং প্ররোচনামূলক ভাষণ দেওয়ার জেরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। আর তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই তা𒆙রকা প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রার্থীপদ বাতিলের দাবি তোলা হয়েছে।
এদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সোমবার নির্বাচনী প্রচারে সবং বিধানসভা কেন্দ্রে🦄 যান। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেখানেই তিনি প্ররোচনামূলক মন্তব্য করেন। পশ্চিম মেদিনীপুর 𝄹জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ মিশ্রের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে দেন হিরণ। তাই নির্বাচন কমিশনের কাছে তাঁর বক্তব্যের ভিডিয়ো পেন ড্রাইভে করে জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। হিরণের এই প্ররোচনামূলক বক্তব্যের জেরে ওই তৃণমূল কংগ্রেস নেতা খুন হতে পারেন বলে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, তরুণ মিশ্রের ঠ্যাঙ ভেঙে দেওয়া এবং মা–বোনেদের ঝাঁটা, লাঠি, কাটারি নিয়ে তাড়ানোর প্ররোচনা দেন। সেই ভিডিয়ো এখন ভাইরাল।
আরও পড়ুন: ‘আরে গর্ধভের দল ভাজপা আমরা ২৪ কোটি টাকা সেভ করেছি’, একশো দিনের ক༒াজের প্রকল্পে মোদীকে তোপ মমতার
অন্যদিকে এই মন্তব্যের পর চাপে পড়ে গিয়েছে হিরণ চট্টোপাধ্যায়। বিজেপিরও অস্বস্তি বেড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অসীম রায় বলেন, ‘হিরণের বক্তব্যের ওই বিতর্কিত ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, মা–বোনেরা হাতে লাঠি–ঝাঁটা, বঁটি–কাটারি নিয়ে থাকবে। আর মিশ্রের বাহিনী যদি আসে তা হলে মা–বোনেরা সামনে থাকবে। আমি থাকব সামনে। আমার সঙ্গে থাকবেন। মিশ্র তুই কত বড় বাপের ব্যাটা, তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বলপাই মোড়ে।’ ওই ভিডিয়ো’র সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল💯।