আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভায় এমন একটি কাণ্ড ঘটল যে বিজেপির অস্বস্তি চর𝄹মে উঠল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়, বিজেপ😼ি নেতারা বাংলার মনীষীদের সম্মান দেন না। বাংলার কৃষ্টি–সংস্কৃতি–ভাষা–ঐতিহ্য কিছুই জানেন না বিজেপি নেতারা। এমন কথা বলে থাকেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। আর আজ যখন ভাটপাড়ায় অর্জুন সিংয়ের সমর্থনে প্রধানমন্ত্রী সভা করতে এলেন তখন দেখা গেল, নরেন্দ্র মোদীজির হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং।
আর ওই উল্টো ছবি নিয়েই দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি বেগতিক দেখে ওখানে উপস্থিত বিজেপির রাজ্য ꦡসভাপতি সুকান্ত মজুমদার এগিয়ে এসে ছবিটি সোজা করে দেন। ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। সেই উল্টো ছবি ধরা অবস্থায় প্রধানমন্ত্রীর দাঁড়িয়ে থাকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই সুযোগ ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। তাঁরা গোটা বিষয়টি নিয়ে দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন। আর তাতেই বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছে বঙ্গ–বিজেপি নেতৃত্ব। এখনও নানা সভা–সমাবেশে শোনা যায় যে, বিজেপি কলকাতায় এসে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। স্বামী বিবেকানন্দকে উগ্র বামপন্থী প্রোডাক্ট বলেছিলেন সুকান্ত মজুমদার। আর আজ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হল উল্টো রবীন্দ্রনাথের ছবি।
আরও পড়ুন: চা–বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগাল বন দফতর, 🍒চিতা বাঘের খোঁজে চলছে জোর তল্লাশি
এই ঘটনা নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে তখন বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম🐎্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে আলোড়নের মাত্রা বেড়ে যায়। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, বাংলার ঋষি–মনীষীদের সম্মান দিতে জানে না, তারা কিভাবে বাংলা দখলের কথা বলে? এই প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে আজ রবি ঠাকুরকে উল্টে দেওয়ার এই ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আপনাদেরকেই রুখে দাঁড়াতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি রক্ষার দায়িত্ব আপনাদেরই।’