লোকসভা নির্বাচন এখন চলছে। তবে প্রথম দু’দফায় উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে ভোট হয়ে গিয়েছে। তৃতীয় দফায় মালদা উত্তর–দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ আসনে নির্বাচন রয়েছে। এই আবহে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর একটি মারাত্মক বক্তব্য ফাঁস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তা নিয়ে এখন রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস🔯ের পরিবর্তে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন অধীর। সেই ভিডিয়ো এখন ভাইরাল। আর তাতেই চাপে পড়ে এবার মুখ খুললেন কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ। ওই আট সেকেন্ডের ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে খোঁচা দেন, ‘সকালে বিজেপির, বিকেলে সিপিএমের পা ধরেন।’
এদিকে বাংলায় কংগ্রেস–সিপিএমের আসন সমঝোতা হয়েছে। একে অন্যের হয়ে বড় প্রশংসা করে সভা করছেন। এই আবহে কংগ্রেস প্রার্থী মূর্তজা হোসেনের সমর্থনে সভা করতে যান অধীররঞ্জন চৌধুরী। সেখানেই সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপিকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেন বহরমপুরের বিদায়ী সাংসদ। তৃণমূল কংগ্রেস যে ভিডিꦺয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তাতে অধীর চৌধুরীকে বলতে শোনা যাচ্ছে, ‘তৃণমূলকে ভোট দেওয়া মানে, তার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে জেতানো।’ যদিও প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় ♋বলেন, ‘ওই ভিডিয়ো বিকৃত করে তৃণমূল বাজারে ছেড়েছে।’
অন্যদিকে বিষয়টি নিয়ে জলঘোলা হতে শুরু করেছে দেখে আসরে নেমে পড়েছে কংগ্রেস হাইকমান্ড। এই বিষয়ে সংবাদসংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে শীর্ষ নেতা✤ জয়রাম রমেশ বলেন, ‘আমি ওই ভিডিয়ো দেখিনি। আর জানি না কোন প্রেক্ষিতে এমন কথা তিনি বলেছেন। তবে একটা বিষয় আমি পরিষ্কার করে জানাতে চাই যে, কংগ্রেসের এখন একমাত্র লক্ষ্য, বিজেপি ২০১৯ সালে যে আসন পেয়েছিল বাংলায় তা বড় রকমের হ্রাস হোক। এটা বিধানসভার ভোট নয়। এটা লোকসভার ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, তাঁর দল তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে আছে। যদিও বাংলায় আমাদের আসন সমঝোতা হয়নি।’
আরও পড়ুন: ‘রাতে গণনাকেন্দ্রে ঢুকে তালা ভেঙে মেশিন বদলে দিচ্ছ🔜ে’, বিস্ফোরক ♔অভিযোগ মমতার
আরও পড়ুন: ‘তৃণমূলকে ভোট দেওয়ার থ🅘েকে ভাল বিজেপিকে ভোট 🏅দিয়ে দেওয়া’, প্রকাশ্যে বলছেন অধীর
এছাড়া অধীরের যে ভিডিয়ো তৃণমূল কংগ্রেস নিজেদের এক্স হ্যান্ডেলে এনেছে, তাতে দেখা যাচ্ছে মঞ্চে বসে রয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক সেলিম। তিনি অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। কংগ্রেসের অবশ্য দাবি, অধীরের বক্তব্য বড় ছিল। সেখানে এই কথাও তিনি বলেছিলেন। তবে ওইটুকু নিয়েই প্রচার করছে তৃণমূল কংগ্রেস এবং বাক💖িটা বলছে না। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বহরমপুরের কংগ্রেস প্রার্থীর উদ্দেশে বলেন, ‘ওঁর নাম বলতে আমার ভাল লাগে না। ‘ইন্ডিয়া’র বড় গদ্দার। সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন, সন্ধ্যায় নিজের পা ধরেন। লোকসভায় উনি বিরোধী দলনেতা। নেতা তো মানুষের ছাতা। উনি ছাতা হয়ে কোন কাজ করেছেন?’