আগামী ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। আর তার আগে লেগে গেল কংগ্রেসের সঙ্গে নির্বাচন কমিশনের দ্বৈরথ। নির্বাচন কমিশন চিঠি লিখে কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছে, অগ্নিবীর প্রকল্প নিয়ে ‘রাজনীতিকরণ’ করবেন না। আর এই নির্দেশের পরই তেতে উঠেছে কংগ্রেস। ‘অগ্নিবীর প্রকল্প’ নিয়ে কি কংগ্রেস রাজনীতি করছে? এই প্রশ্ন উঠতে শুরু কর෴েছে জাতীয় রাজনীতির অলিন্দে। জবাবে নির্বাচন ক🦩মিশনকে আজ, বৃহস্পতিবার ধুয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম।
আজ, বৃহস্পতিবার নির্বাচন কমিꦓশনের এই নির্দেশের প্রেক্ষিতে নিজের বক্তব্য তুলে ধরেছেন পি চিদম্বরম এক্স হ্যান্ডেলে। এই অগ্নিবীর প্রকল্প কেন্দ্রীয় সরকারের তৈরি। যেখানে দেশের তরুণ প্রজন্মের যুবদের সেনাবাহিনীতে চাকরির সুযোগ দেওয়া হবে। তবে সেখানে নানা শর্ত আছে। এই বিষয়টি নিয়েই আপত্তি আছে কংগ্রেসের। যুবদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাওয়ায় প্রতিবাদ করে কংগ্রেস। আর এই প্রকল্পের সমালোচনা করেন কংগ্রেস নেতারা। যেটাকে রাজনীতিকরণ হিসাবে দেখছে নির্বাচন কমিশন। তাই তা না করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আর🐭 এই নির্দেশের বিরুদ্ধেও এবার সরব হলেন কংগ্রেস নেতা চিদম্বরম।
ঠিক কী লিখেছেন কংগ্রেস নেতা? আজ নিজের এক্স হ্যান্ডেলে এই নির্দেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কংগ্রেসের এই শীর্ষ নেতা। পি চিদম্বরম এই বিষয়ে লিখেছেন, ‘নির্বাচন কমিশন কংগ্রেসকে ভুল নির্দেশ দিয়েছে। অগ্নিবীর প্রকল্প নিয়ে যেন কংগ্রেস রাজ⛄নীতিকরণ না করে। রাজনীতিকরণ মানে কী? নির্বাচন কমিশন কি সমালোচনাকে বোঝাতে চাইছে? অগ্নিবীর প্রকল্প কেন্দ্রীয় সরকারের নীতিতে তৈরি। বিরোধী দলের এটা অধিকার সরকারের নীতির সমালোচনা করা এবং ঘোষণা করা ক্ষমতায় এলে সেই নীতি বাতিল করা হবে।’ অগ্নিবীর প্রকল্প নিয়ে নানা বিতর্ক রয়েছে। সেটাই মানুষের সামনে তুলে ধরেছে কংগ্রেস। এটা কি অন্যায়? 𒅌উঠছে প্রশ্ন।
আর কী লিখেছেন পি চিদম্বরম? এখানেই শেষ নয়, আর বেশ কিছু কথা লিখে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী। প🦹ি চিদম্বরম লিখেছেন, ‘অগ্নিবীর দুটি ক্যাটেগরি তৈরি করেছে। যেখানে সৈন্যরা একসঙ্গে লড়াই করবে। এটা ঠিক নয়। অগ্নিবীর চার বছরের জন্য যুবকদের নিয়োগ করছে আর ছুঁড়ে ফেলে দিচ্ছে চাকরি এবং পেনশন ছাড়া। এটা ঠিক নয়। অগ্নিবীর প্রকল্পের বিরোধিতা করেছে দেশের সেনাবাহিনীও। তাদের উপর এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়। তাই অগ্নিবীর প্রকল্প বাতিল করা উচিত। নির্বাচন কমিশন মারাত্মকভাবে ভুল করেছে কংগ্রেসকে এমন নির্দেশ দিয়ে। একজন নাগরিক হিসাবেও এটা আমার অধিকার নির্বাচন কমিশন মারাত্মকভাবে ভুল করেছে বলা।’