পঞ্চম দফার ভোট সারা দেশেই হবে। তার প্রস্তুতিও চলছে জোরকদমে। বিজেপির দাবি তারা এবার ৪০০ পার করে ক্ষমতায় আসবে। আর বিরোধী তথা ইন্ডিয়া জোটের নেতারা দাবি করছে, বিজেপি ২০০ আসন পার করতে পারবে না। এই আবহে এবার গোটা দেশে কংগ্রেস কত আসন পাওয়ার জন্য লড়াই করছে তা জানিয়ে দিলেন প্র🤪ধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ফতেপুরে র্যালি করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি কংগ্রেসকে খোঁচা দিয়ে জানান, কংগ্রেসের লক্ষ্য ৫০টি আসন জেতা। তাহলে তাদের সম্মান বেঁচে যাবে। প্রধানমন্ত্রীর এই খোঁচা বেজায় চটেছে কংগ্রেস। এখন উত্তরপ্রদেশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি আসন সমঝোতা করে লড়াই করছে। তাই সমাজবাদী পার্টিকেও খোঁচা দিয়েছেন মোদী।
এদিকে ইন্ডিয়া জোট নিয়ে তামাম বিরোধী নেতা–নেত্রীরা আশাবাদী। প্রত্যেকটি সভা– সমাবেশ থেকে বলতে শুরু করেছেন তাঁরা, এই বিজেপি সরকার চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। সেখানে দাঁড়িয়ে প্রধানম꧅ন্ত্রী কংগ্রেসকে খোঁচা দিয়ে উত্তরপ্রদেশের ফতেপুর থেকে বলেন, ‘আমি কংগ্রেসের ভিতরের গল্পটা আপনাদের বলছি। তারা কাজ করছে মিশন ৫০ জন্য। যার মানে ৫০টি আসন জেতার লক্ষ্যে কাজ করছে কংগ্রেস। চারটি দফায় ইন্ডিয়া জোট পরাজিত হয়েছে। আর তাই বিভ্রান্ত হয়ে নির্বাচনী প্রক্রিয়ার কাজ বন্ধ করতে চায়। ইন্ডিয়া জোট একটা যানবাহন যার ফ্ল্যাট টায়ার প্রথমদিন থেকেই।’
আরও পড়ুন: ‘আমি ভুলিনౠি সেদဣিনের কথা’, ছত্রধর মাহাতোর অবদানের কথা স্বীকার করলেন মমতা
অন্যদিকে এবার রাহুল গান্ধী রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা নিয়েও খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমেথি থেকে লড়াই করার সাহস নেই, হেরে যাবে বলে সরে গিয়েছে এটাই সত্য। এমন খোঁচাই দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘দুটো ছেলে (রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব) কিছু বছর পর পর একসঙ্গে আসে উত্তরপ্রদেশে। আর একই ধরণের চরিত্র তাঁদের মধ্যে দেখা য🌞ায় যেমন—স্বজনপোষণ, দুর্নীতি, তুষ্টিকরণের রাজনীতি, অপরাধীদের আশ্রয় দেওয়া এবং জঙ্গিদের প্রতি সমবেদনা। কংগ্রেস আর সমাজবাদী পার্টি সনাতন ধর্মকে ধ্বংস করছে।’