লোকসভা নির্বাচনের পঞ্চম দফার মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন দুই শতাধিক তৃণমূল কর্মী। ঘটনাস্থল খোদ উত্তর কলকাতা। এখানে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী তাপস রায়। তিনিও তৃণমূল♔ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আগামী ১ জুন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে ভোট আছে। তার আগে এই ভাঙনের ছবি স্নায়ুর চাপ বাড়াল বলে মনে করা হচ্ছে। আর এই ঘটনার পর জোর চর্চা শুরু হয়েছে।
এদিকে উত্তর কলকাতার ৬২ নম্বর ওয়ার্ডে কংগ্রেসে যোগ দেন ওই তৃণমূল কর্মীরা। এই লোকসভা কেন্দ্রটি তিন হেভিওয়েট প্রার্থীর জেরে নজরকাড়া হয়ে উঠেছে। সেখানে এই 🐻কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এমন ভাঙন দলের বড় অস্বস্তির কারণ বলে মনে করা হচ্ছে। প্রদীপ ভট্টাচার্যের কাছ থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন সদ্য দলত্যা꧃গী তৃণমূল কর্মীরা। লোকসভা নির্বাচনের মরশুমে একসঙ্গে একটি ওয়ার্ডের এই বিপুল পরিমাণ কর্মী দলবদল করার জেরে জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘২০ তারিখের পর উত্তর কলকাতার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বিজেপি। আর সুদীপকে হারিয়েই ছাড়ব।’
আরও পড়ুন: কেএমডিএ–হিডকো’কে শোকজ𝓡 করল পরিবেশ আদালত, চাপ বাড়ল রাজ্য সরকারের
অন্যদিকে এমন কী ঘটল যে তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগ দিলেন? সূত্রের খবর, এরা তৃꦛণমূল কংগ্রেসে ছিলেন বটে। তবে নিষ্ক্রিয় কর্মী হিসাবেই ছিলেন। দলের কোনও বড় দায়িত্বে তাঁরা ছিলেন না। এরা সুদীপ বিরোধী ছিল বরাবরই। কিন্তু আবার বিজেপি যাওয়া যাবে না। কারণ এদের সঙ্গে বিজেপির সম্পর্ক ভাল নয়। তাই সুদীপের বিরুদ্ধে বার্তা দিতে কংগ্রেসে যোগ দিলেন। যদিও এই ভাঙা–গড়ার খেলা নিয়ে সুদীপের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যাঁরা এদিন দলবদল করেছেন, তাঁরা মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
এই আবহে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, বড় দল থেকে কিছু লোক বেরিয়ে গেলে কোনও সমস্যা হয় না। সুদীপ বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় সাংসদ। কারা বেরিয়ে গেল তাতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। কারণ সুদীপবাবু জিতলে তাদের হাত কামড়াতে হবে। আগামী ২৭ মে বেলেঘাটা থেকে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই এইসব ঢাকা পড়ে যাবে। কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একক ক্যারিশ্মা আছে। আর মান🔯ুষে⭕র জন্য কাজ করেছেন বলেই মানুষ তাঁকে ভালবাসেন। সেটাই বড় অস্ত্র।